আবদুল আযীয কাসেমি
প্রতিটি সন্তানের জন্য মা-বাবা অনেক বড় নেয়ামত। মা-বাবার ছায়া হারিয়েছে যে সন্তান, সে-ই বুঝতে পারে আসলে মা-বাবা কত বড় নেয়ামত। যত দিন মা-বাবার শক্তি-সামর্থ্য থাকে, তত দিন পর্যন্ত তাঁদের তেমন কিছু অনুভব হয় না। তাঁরা কাজে ব্যস্ত থাকেন, আয়-উপার্জনে রত থাকেন দিনরাত। একসময় তাঁরা কাজের শক্তি হারান। হয়তো আর্থিক সংগতি তাঁদের থাকে, তবু তাঁদের অবসরে চলে যেতে হয়। সেই সময়টায় ভীষণ নিঃসঙ্গতায় ভোগেন তাঁরা। স্ত্রী-সন্তান ও নাতি-নাতনিরা কাছে থাকলে তাঁদের সেই নিঃসঙ্গতা কেটে যায়। আবহমান কাল থেকে এটাই আমাদের ঐতিহ্য।
তবে এখন সময় পাল্টেছে। বস্তুবাদী মানসিকতা আমাদের আচ্ছন্ন করে নিয়েছে। যে সন্তানদের মা-বাবা রক্ত পনি করে শরীরের ঘাম ফেলে বড় করেছেন, একটুখানি সময় হয় না তাঁদের দেওয়ার। কোনো কোনো হতভাগা তো মা-বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। যেখানে তাঁরা শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত মানবেতর জীবন যাপন করেন। ইসলাম ও মানবতা কোনোটাই একে সমর্থন করে না।
এ সমস্যার সমাধান করতে হলে আগামী প্রজন্মকে গড়তে হবে এমনভাবে, যেন মুরুব্বিরা আলাদা থাকতে চাইলেও সন্তানেরা পরম শ্রদ্ধা ও মমতায় নিজেদের কাছে রাখে। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকে। ব্যস্ততা যতই থাকুক, একটা সময় যেন মা-বাবা ও মুরুব্বিদের জন্য বিশেষভাবে বরাদ্দ রাখে।
আল্লাহ তাআলা বলেন, ‘মা-বাবার প্রতি সদ্ব্যবহার করো। তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের (বিরক্তিসূচক) ‘উফ’ বলো না এবং তাদের ধমক দিও না। তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও এবং বলো, হে আমার প্রতিপালক, তাঁদের প্রতি দয়া করুন, যেমনভাবে তাঁরা আমাকে শৈশবে লালনপালন করেছেন।’ (সুরা ইসরা: ২৩)
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
প্রতিটি সন্তানের জন্য মা-বাবা অনেক বড় নেয়ামত। মা-বাবার ছায়া হারিয়েছে যে সন্তান, সে-ই বুঝতে পারে আসলে মা-বাবা কত বড় নেয়ামত। যত দিন মা-বাবার শক্তি-সামর্থ্য থাকে, তত দিন পর্যন্ত তাঁদের তেমন কিছু অনুভব হয় না। তাঁরা কাজে ব্যস্ত থাকেন, আয়-উপার্জনে রত থাকেন দিনরাত। একসময় তাঁরা কাজের শক্তি হারান। হয়তো আর্থিক সংগতি তাঁদের থাকে, তবু তাঁদের অবসরে চলে যেতে হয়। সেই সময়টায় ভীষণ নিঃসঙ্গতায় ভোগেন তাঁরা। স্ত্রী-সন্তান ও নাতি-নাতনিরা কাছে থাকলে তাঁদের সেই নিঃসঙ্গতা কেটে যায়। আবহমান কাল থেকে এটাই আমাদের ঐতিহ্য।
তবে এখন সময় পাল্টেছে। বস্তুবাদী মানসিকতা আমাদের আচ্ছন্ন করে নিয়েছে। যে সন্তানদের মা-বাবা রক্ত পনি করে শরীরের ঘাম ফেলে বড় করেছেন, একটুখানি সময় হয় না তাঁদের দেওয়ার। কোনো কোনো হতভাগা তো মা-বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। যেখানে তাঁরা শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত মানবেতর জীবন যাপন করেন। ইসলাম ও মানবতা কোনোটাই একে সমর্থন করে না।
এ সমস্যার সমাধান করতে হলে আগামী প্রজন্মকে গড়তে হবে এমনভাবে, যেন মুরুব্বিরা আলাদা থাকতে চাইলেও সন্তানেরা পরম শ্রদ্ধা ও মমতায় নিজেদের কাছে রাখে। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকে। ব্যস্ততা যতই থাকুক, একটা সময় যেন মা-বাবা ও মুরুব্বিদের জন্য বিশেষভাবে বরাদ্দ রাখে।
আল্লাহ তাআলা বলেন, ‘মা-বাবার প্রতি সদ্ব্যবহার করো। তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের (বিরক্তিসূচক) ‘উফ’ বলো না এবং তাদের ধমক দিও না। তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও এবং বলো, হে আমার প্রতিপালক, তাঁদের প্রতি দয়া করুন, যেমনভাবে তাঁরা আমাকে শৈশবে লালনপালন করেছেন।’ (সুরা ইসরা: ২৩)
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
হজ একটি ব্যতিক্রমধর্মী ইবাদত। এটি শুধু শারীরিক ও আর্থিক সামর্থ্যবানদের ওপরই ফরজ। সামর্থ্যবানদের জীবনে একবার এই ইবাদত আদায় করা আবশ্যক। মহানবী (সা.) বলেন, ‘হজ জীবনে একবারই ফরজ। কেউ যদি একাধিকবার করে, তবে তা হবে নফল হজ।’ (সহিহ্ বুখারি: ৭২৮৮)
৭ ঘণ্টা আগেঅন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। বরং একে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ ও পাপের একটি বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই অপরাধ থেকে বিরত থাকার জন্য বারবার সতর্ক করেছেন, বিভিন্ন শাস্তির কথা বলে মানুষকে ভয়ভীতি দেখিয়েছেন। এখানে অন্যায় হত্যাকাণ্ডের পরকালীন শাস্তি সম্পর্কে কোরআনের..
১ দিন আগেসত্যে মুক্তি। মিথ্যা আনে বিপদ। মিথ্যাকে বলা হয় সব পাপের মূল। যুগে যুগে আল্লাহ তাআলা সত্যবাদীদের করেছেন পুরস্কৃত। আর মিথ্যাবাদীদের ধ্বংস করেছেন। পবিত্র কোরআনে এসেছে, ‘অতঃপর আমরা সবাই (আল্লাহর কাছে) এ মর্মে প্রার্থনা করি যে...
২ দিন আগেহজরত ইবরাহিম (আ.) সর্বপ্রথম হজের প্রবর্তন করেন। হজ প্রবর্তনের আগে ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল (আ.)-কে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ করেন কাবাঘর। পুনর্নির্মাণ শেষ হলে ইবরাহিম (আ.)-এর প্রতি নির্দেশ হলো হজব্রত পালনের।
৩ দিন আগে