Ajker Patrika

উত্তম প্রতিবেশীর গুণাবলি

আমজাদ ইউনুস 
উত্তম প্রতিবেশীর গুণাবলি

ইসলাম প্রতিবেশীর অধিকারের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে। প্রতিবেশীর অধিকার এতই গুরুত্বপূর্ণ যে কোরআনে প্রতিবেশীর অধিকারকে আল্লাহর অধিকার, মা-বাবার অধিকার ও আত্মীয়তার অধিকারের পাশাপাশি স্থান দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তাঁর সঙ্গে শরিক কোরো না। মা-বাবা, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের দাস-দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা নিসা: ৩৬)

হাদিসেও প্রতিবেশীর অধিকার এবং তাদের সঙ্গে সুন্দর আচরণের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। প্রতিবেশীর খোঁজখবর রাখা, বিপদ-আপদে এগিয়ে যাওয়া, একে অপরের সুখ-দুঃখের ভাগীদার হওয়া এবং হাদিয়া আদান-প্রদান করার বিষয়ে নবীজি অনেক উৎসাহিত করেছেন। নবী (সা.) প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করার আদেশ দিয়েছেন এবং প্রতিবেশীদের কষ্ট দেওয়াকে ইমানের দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছেন। আবু যর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু রাসুল (সা.) আমাকে জোর নির্দেশ করেছেন, ‘যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি করে দেবে। তারপর তুমি তোমার প্রতিবেশীর পরিজনের প্রতি খেয়াল রাখবে। এরপর তা থেকে তাদেরকে কিছু সৌজন্যস্বরূপ পৌঁছিয়ে দেবে।’ (সহিহ মুসলিম: ৬৫৮৩)

অন্য হাদিসে আবু শুরাইহ খুজায়ি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কসম, সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম, সে মুমিন নয়।’ জানতে চাওয়া হলো, ‘কে হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘যার অনিষ্ট ও উৎপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না।’ (সহিহ বুখারি: ৬০১৬) অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘সে তো মুমিন নয়, যে নিজে তৃপ্তিভরে আহার করে, আর তার প্রতিবেশী থাকে অনাহারে, অর্ধাহারে।’ (আল আদাবুল মুফরাদ: ১১২)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত