Ajker Patrika

ইমানে তৃপ্তি পাওয়ার তাৎপর্য

আবদুল আযীয কাসেমি
ইমানে তৃপ্তি পাওয়ার তাৎপর্য

ইমান তথা ইসলামের প্রতি প্রগাঢ় বিশ্বাস সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের জানিয়েছেন, কী কী কাজ করলে ইমানের তৃপ্তি পাওয়া যাবে। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া গেলে সে ইমানের মজা পেয়ে যাবে। এক. তার কাছে আল্লাহ ও রাসুল পৃথিবীর সবকিছু থেকে প্রিয় হবে। দুই. সে কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। তিন. আল্লাহর অনুগ্রহে কুফর তথা অবিশ্বাস থেকে মুক্তি পাওয়ার পর তাতে আবার ফিরে যাওয়াকে প্রচণ্ড ঘৃণা করবে।’ (বুখারি)

ইমানে তৃপ্তি পেতে এখানে তিনটি বিষয় বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ইমাম নববি (রহ.) বলেন, ইমানের স্বাদ বলতে এখানে উদ্দেশ্য হলো, আল্লাহর আনুগত্য ও ইবাদত করতে এবং আল্লাহর অবাধ্যতা ত্যাগ করতে গিয়ে কষ্ট-সাধনা বান্দার কাছে ভালো লাগবে। পার্থিব সুখ-শান্তির তুলনায় সে দ্বীন পালনকে প্রাধান্য দেবে। আল্লাহ তাআলার আনুগত্য করা ও অবাধ্যতা ত্যাগ করার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জিত হয়।

রাসুল (সা.)-কে ভালোবাসার অর্থ হলো, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে তিনি আমার জন্য সবচেয়ে বড় অনুগ্রহকারী। আল্লাহর বাণী ও পয়গাম তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন। ৬৩ বছরের জীবনে সেগুলো তিনি প্রায়োগিকভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন। 
অবিশ্বাসের প্রতি ঘৃণা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। একবার যখন আল্লাহ তাআলা তা থেকে নিষ্কৃতি দিয়েছেন, তবে পুনরায় সে পথে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। 

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত