Ajker Patrika

কোরআনে বর্ণিত মুমিনের ৭ গুণ

মাহমুদ হাসান ফাহিম
কোরআনে বর্ণিত মুমিনের ৭ গুণ

পবিত্র কোরআনে সুরা মুমিনুন-এর ১ থেকে ৯ নম্বর আয়াতে ৭টি গুণের অধিকারী মুমিনদের সফল বলা হয়েছে। তাদের জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আখ্যা দেওয়া হয়েছে। এখানে গুণগুলোর কথা তুলে ধরা হলো

১. একাগ্রচিত্তে নামাজ আদায় করা: নামাজে খুশু তথা বিনয়-নম্রতা অবলম্বন করা। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা অন্তরে স্থান না দেওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গ স্থির রাখা।

২. অনর্থক কথা এবং কাজ পরিহার করা: অনর্থক কথা—যাতে ধর্মীয় কোনো উপকার নেই বরং ক্ষতি, তা পরিহার করা।

৩. স্বাচ্ছন্দ্যে জাকাত আদায় করা: অর্থ-সম্পদের বিশেষ অংশ গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়া। সম্পদের পবিত্রতা অর্জনের জন্য সানন্দে তা পালন করা।

৪. যৌবনের হেফাজত করা: স্ত্রী ও দাসী ছাড়া সব পরনারী থেকে দূরে থাকা। অবৈধ পন্থায় যৌনতায় না জড়ানো।

৫. আমানত ফিরিয়ে দেওয়া: আমানত মানে অন্যের জিনিস হেফাজত করার দায়িত্ব, তা আল্লাহর হক সম্পর্কিত হোক কিংবা বান্দার। আল্লাহর হক হলো শরিয়ত আরোপিত সব ফরজ ও ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরুহ কাজ থেকে বিরত থাকা। আর্থিক লেনদেন ইত্যাদি বান্দার আমানতের অন্তর্ভুক্ত।

৬. অঙ্গীকার পূর্ণ করা: স্বাভাবিকভাবে দ্বিপক্ষীয় চুক্তিকে অঙ্গীকার বলে। কোনো বিষয়ে দুই পক্ষ অপরিহার্যভাবে একমত হওয়ার পর তা ভঙ্গ না করা। এমন চুক্তি পূর্ণ করা জরুরি এবং এর খেলাপ করা বিশ্বাসঘাতকতা ও অন্যায়।

৭. নামাজে যত্নবান হওয়া: নামাজে যত্নবান হওয়ার অর্থ হলো, নামাজের পাবন্দি করা এবং প্রত্যেক নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা।

লেখক: ইসলামবিষয়ক গবেষক 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত