মাহমুদ হাসান ফাহিম
পবিত্র কোরআনে সুরা মুমিনুন-এর ১ থেকে ৯ নম্বর আয়াতে ৭টি গুণের অধিকারী মুমিনদের সফল বলা হয়েছে। তাদের জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আখ্যা দেওয়া হয়েছে। এখানে গুণগুলোর কথা তুলে ধরা হলো
১. একাগ্রচিত্তে নামাজ আদায় করা: নামাজে খুশু তথা বিনয়-নম্রতা অবলম্বন করা। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা অন্তরে স্থান না দেওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গ স্থির রাখা।
২. অনর্থক কথা এবং কাজ পরিহার করা: অনর্থক কথা—যাতে ধর্মীয় কোনো উপকার নেই বরং ক্ষতি, তা পরিহার করা।
৩. স্বাচ্ছন্দ্যে জাকাত আদায় করা: অর্থ-সম্পদের বিশেষ অংশ গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়া। সম্পদের পবিত্রতা অর্জনের জন্য সানন্দে তা পালন করা।
৪. যৌবনের হেফাজত করা: স্ত্রী ও দাসী ছাড়া সব পরনারী থেকে দূরে থাকা। অবৈধ পন্থায় যৌনতায় না জড়ানো।
৫. আমানত ফিরিয়ে দেওয়া: আমানত মানে অন্যের জিনিস হেফাজত করার দায়িত্ব, তা আল্লাহর হক সম্পর্কিত হোক কিংবা বান্দার। আল্লাহর হক হলো শরিয়ত আরোপিত সব ফরজ ও ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরুহ কাজ থেকে বিরত থাকা। আর্থিক লেনদেন ইত্যাদি বান্দার আমানতের অন্তর্ভুক্ত।
৬. অঙ্গীকার পূর্ণ করা: স্বাভাবিকভাবে দ্বিপক্ষীয় চুক্তিকে অঙ্গীকার বলে। কোনো বিষয়ে দুই পক্ষ অপরিহার্যভাবে একমত হওয়ার পর তা ভঙ্গ না করা। এমন চুক্তি পূর্ণ করা জরুরি এবং এর খেলাপ করা বিশ্বাসঘাতকতা ও অন্যায়।
৭. নামাজে যত্নবান হওয়া: নামাজে যত্নবান হওয়ার অর্থ হলো, নামাজের পাবন্দি করা এবং প্রত্যেক নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
পবিত্র কোরআনে সুরা মুমিনুন-এর ১ থেকে ৯ নম্বর আয়াতে ৭টি গুণের অধিকারী মুমিনদের সফল বলা হয়েছে। তাদের জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আখ্যা দেওয়া হয়েছে। এখানে গুণগুলোর কথা তুলে ধরা হলো
১. একাগ্রচিত্তে নামাজ আদায় করা: নামাজে খুশু তথা বিনয়-নম্রতা অবলম্বন করা। নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা অন্তরে স্থান না দেওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গ স্থির রাখা।
২. অনর্থক কথা এবং কাজ পরিহার করা: অনর্থক কথা—যাতে ধর্মীয় কোনো উপকার নেই বরং ক্ষতি, তা পরিহার করা।
৩. স্বাচ্ছন্দ্যে জাকাত আদায় করা: অর্থ-সম্পদের বিশেষ অংশ গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়া। সম্পদের পবিত্রতা অর্জনের জন্য সানন্দে তা পালন করা।
৪. যৌবনের হেফাজত করা: স্ত্রী ও দাসী ছাড়া সব পরনারী থেকে দূরে থাকা। অবৈধ পন্থায় যৌনতায় না জড়ানো।
৫. আমানত ফিরিয়ে দেওয়া: আমানত মানে অন্যের জিনিস হেফাজত করার দায়িত্ব, তা আল্লাহর হক সম্পর্কিত হোক কিংবা বান্দার। আল্লাহর হক হলো শরিয়ত আরোপিত সব ফরজ ও ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরুহ কাজ থেকে বিরত থাকা। আর্থিক লেনদেন ইত্যাদি বান্দার আমানতের অন্তর্ভুক্ত।
৬. অঙ্গীকার পূর্ণ করা: স্বাভাবিকভাবে দ্বিপক্ষীয় চুক্তিকে অঙ্গীকার বলে। কোনো বিষয়ে দুই পক্ষ অপরিহার্যভাবে একমত হওয়ার পর তা ভঙ্গ না করা। এমন চুক্তি পূর্ণ করা জরুরি এবং এর খেলাপ করা বিশ্বাসঘাতকতা ও অন্যায়।
৭. নামাজে যত্নবান হওয়া: নামাজে যত্নবান হওয়ার অর্থ হলো, নামাজের পাবন্দি করা এবং প্রত্যেক নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
শান্তি, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মূলমন্ত্র হলো পরামর্শ। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে পরামর্শভিত্তিক কাজের গুরুত্ব অপরিসীম। পরামর্শ করে কাজ করলে যেমন মানসিক তৃপ্তি আসে, তেমনি তাতে আল্লাহর রহমতও বর্ষিত হয়। ইসলামে পরামর্শকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী (সা.)
১২ ঘণ্টা আগেপবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
১ দিন আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
১ দিন আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১ দিন আগে