ইসলাম ডেস্ক
নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।
নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।
কোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মোমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্যে যেতে হলে মহানবী (সা.)-এর সুপারিশের বিকল্প নেই। তিন ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী (সা.) নিয়েছেন।
৩ ঘণ্টা আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
৮ ঘণ্টা আগেআল্লাহর সন্তুষ্টি, প্রেম ও ভালোবাসা অর্জনের এক অনন্য প্রেমময় ও তুলনাহীন ইবাদত হজ। আজকের লেখায় আলোচনা করব হজের প্রকারভেদ, হজের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম বিষয়ে।
১ দিন আগেমুমিনের বহুল প্রত্যাশিত ইবাদত হজে মাবরুর। ‘হজে মাবরুর’ হজের একটি পরিভাষা। সহজে বললে, হজে মাবরুর হলো সেই হজ, যা আল্লাহর কাছে কবুল হয়। হজ পালনের সময় বিশুদ্ধ নিয়ত থাকা...
১ দিন আগে