মুফতি আবু আবদুল্লাহ আহমদ
প্রশ্ন: বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। বন্যার্তদের জাকাত দেওয়া যাবে কি না। পূজার টাকার ত্রাণ গ্রহণ করা যাবে কি না। মসজিদের টাকা বন্যার্তদের দেওয়া যাবে কি না। অমুসলিমদের ত্রাণ দেওয়া যাবে কি না।
জসিম উদ্দীন, চট্টগ্রাম।
উত্তর: জাকাত ইসলামের অন্যতম রুকন তথা আবশ্যকীয় মৌলিক বিধান। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাতেরও রয়েছে সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। এর ব্যতিক্রম করলে জাকাত আদায় হবে না। ইসলামে যেহেতু সম্পদশালী ও অমুসলিমদের জাকাত দেওয়ার বিধান নেই, তাই বন্যার্তদের মধ্যে যারা গরিব তাদেরই কেবল জাকাতের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে। ধনী অথবা অমুসলিমকে দিলে আদায় হবে না। তবে বন্যার কারণে কোনো ধনী ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে গরিব হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ দিয়ে রাস্তা বা বাড়িঘর সংস্কার করা যাবে না।
রং তাদের হাতে নগদ অর্থ বা অন্যান্য পণ্যসামগ্রী দিতে হবে। অন্যান্য আবশ্যকীয় দান, যেমন সদাকাতুল ফিতর, কাফফারা ইত্যাদির বিধানও জাকাতের মতো। এ ছাড়া অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকে ত্রাণ দেওয়া যাবে। মসজিদের দানবাক্সের টাকার ব্যাপারে বিধান হলো, তা কেবল মসজিদ ও মসজিদসংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে। তবে মসজিদে বন্যার্তদের জন্য আলাদাভাবে টাকা সংগ্রহ করলে তা দিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়া যাবে। ইসলামে অমুসলিমদের উপহার গ্রহণ করতে কোনো বাধা নেই। তাই পূজার টাকা দিয়ে হিন্দুরা ত্রাণ বিতরণ করলে মুসলমানদের তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সূত্র: সুরা তাওবা: ৬০; কিতাবুল উম্ম: ২ / ৭৭; সিলসিলাতুল আদাব: ১২ / ২৩।
উত্তর দিয়েছেন: শিক্ষক ও ফতোয়া গবেষক
প্রশ্ন: বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। বন্যার্তদের জাকাত দেওয়া যাবে কি না। পূজার টাকার ত্রাণ গ্রহণ করা যাবে কি না। মসজিদের টাকা বন্যার্তদের দেওয়া যাবে কি না। অমুসলিমদের ত্রাণ দেওয়া যাবে কি না।
জসিম উদ্দীন, চট্টগ্রাম।
উত্তর: জাকাত ইসলামের অন্যতম রুকন তথা আবশ্যকীয় মৌলিক বিধান। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাতেরও রয়েছে সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। এর ব্যতিক্রম করলে জাকাত আদায় হবে না। ইসলামে যেহেতু সম্পদশালী ও অমুসলিমদের জাকাত দেওয়ার বিধান নেই, তাই বন্যার্তদের মধ্যে যারা গরিব তাদেরই কেবল জাকাতের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে। ধনী অথবা অমুসলিমকে দিলে আদায় হবে না। তবে বন্যার কারণে কোনো ধনী ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে গরিব হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ দিয়ে রাস্তা বা বাড়িঘর সংস্কার করা যাবে না।
রং তাদের হাতে নগদ অর্থ বা অন্যান্য পণ্যসামগ্রী দিতে হবে। অন্যান্য আবশ্যকীয় দান, যেমন সদাকাতুল ফিতর, কাফফারা ইত্যাদির বিধানও জাকাতের মতো। এ ছাড়া অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকে ত্রাণ দেওয়া যাবে। মসজিদের দানবাক্সের টাকার ব্যাপারে বিধান হলো, তা কেবল মসজিদ ও মসজিদসংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে। তবে মসজিদে বন্যার্তদের জন্য আলাদাভাবে টাকা সংগ্রহ করলে তা দিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়া যাবে। ইসলামে অমুসলিমদের উপহার গ্রহণ করতে কোনো বাধা নেই। তাই পূজার টাকা দিয়ে হিন্দুরা ত্রাণ বিতরণ করলে মুসলমানদের তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সূত্র: সুরা তাওবা: ৬০; কিতাবুল উম্ম: ২ / ৭৭; সিলসিলাতুল আদাব: ১২ / ২৩।
উত্তর দিয়েছেন: শিক্ষক ও ফতোয়া গবেষক
ক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১ ঘণ্টা আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
৩ ঘণ্টা আগেমহান আল্লাহ আমাদের একমাত্র রিজিকদাতা। সমগ্র সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা তিনিই করে থাকেন। তাই রিজিকের সন্ধানে দিশেহারা নয়, বরং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা জরুরি। কোরআন ও হাদিসের আলোকে ৪টি আমল করলে রিজিক বৃদ্ধি হবে বলে আশা করা যায়।
৪ ঘণ্টা আগেইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
১২ ঘণ্টা আগে