Ajker Patrika

হেঁটে হজে যাচ্ছেন কুমিল্লার আলিফ

কুমিল্লা প্রতিনিধি
হেঁটে হজে যাচ্ছেন কুমিল্লার আলিফ

পবিত্র হজ পালন করতে হেঁটে মক্কায় যাচ্ছেন আলিফ মাহমুদ নামের এক তরুণ। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। ২৫ বছর বয়সী এই তরুণ ৮ জুলাই কুমিল্লা থেকে হেঁটে রওনা করেছেন এবং এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেনাপোল হয়ে ভারতের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন তিনি।

আলিফ নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাঁর প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। ৮ জুলাই দুপুরে তিনি বাড়ি থেকে রওনা হয়েছেন।’

হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে আলিফ বলেন, ‘ছোটবেলা থেকেই ভ্রমণ করা আমার নেশা। ২০২২ সালের নভেম্বরে বাইসাইকেলে আমি দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করেছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন, হেঁটে হজ করতে সৌদি আরবে যাওয়ার।’

কোন পথে কীভাবে হেঁটে সৌদি আরবে যাবেন জানতে চাইলে আলিফ বলেন, ঢাকা থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব।ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করব ইনশা আল্লাহ। পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় ৮ হাজার কিলোমিটার হাঁটতে হবে।’

নিজ খরচে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মক্কায় যাওয়া পর্যন্ত আমার পুরো খচর বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। ইতিমধ্যে ভারতীয় ভিসা পেয়েছি। ভারতে যাওয়ার পর পাকিস্তানে যাওয়ার ভিসা নেব। এভাবে পর্যায়ক্রমে সৌদি আরবে যাব।’

ভিসা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান আলিফ মাহমুদ। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্সের জন্য তিনি আবেদন করবেন। এ ছাড়া সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দূতাবাস থেকেও ক্লিয়ারেন্স নেওয়ার আবেদন করবেন। তিনি সবার দোয়া চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত