Ajker Patrika

লোকমান হাকিমের ১২ উপদেশ

ইসলাম ডেস্ক
লোকমান হাকিমের ১২ উপদেশ

পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।

মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:

১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।

একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত