ড. এ এন এম মাসউদুর রহমান
সালাম অর্থ কারও জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করা। সালাম ইসলামের নিদর্শন। ইসলামে যেসব উত্তম ও কল্যাণকর কাজ রয়েছে, এর মধ্যে সালাম আদান-প্রদান একটি। হাদিসে বর্ণিত আছে, একদিন এক সাহাবি মহানবী (সা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি?’
তিনি জবাবে বললেন, ‘অন্যকে খাদ্য দেওয়া এবং চেনা-অচেনা সবাইকে সালাম দেওয়া।’ (মিশকাত)। সালাম আদান-প্রদানের ব্যাপারে মহানবী (সা.) বলেন, ‘তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো।’ (মিশকাত)
সবার সঙ্গে সালাম বিনিময় করা ও চেনা-অচেনার মাঝে সালাম দেওয়ার নির্দেশ থাকলেও অপরিচিতি এবং গায়রে মাহরাম বা যাদের সঙ্গে বিয়ে হালাল এমন নারীরা এর অন্তর্ভুক্ত নয়। তবে মাহরাম বা যাদের সঙ্গে বিয়ে হারাম এমন নারীকে সর্বাবস্থায় সালাম দেওয়ার বৈধতা রয়েছে। ইসলামি আইনবিদদের মতে, গায়রে মাহরাম নারীদের সঙ্গে বিনা প্রয়োজনে সালাম আদান-প্রদান করা যাবে না। যেমন পথ চলার সময় কোনো অপরিচিত রমণীর সঙ্গে দেখা হলে তাদের সালাম দেওয়ার বৈধতা নেই। এমনকি অপরিচিত বা গায়রে মাহরাম নারীও সালাম দিলে তার উত্তর সজোরে দেওয়া যাবে না। তবে আওয়াজ ছাড়া উত্তর দেওয়া যাবে।
তবে যদি কোনো প্রয়োজনে কোনো নারীর সঙ্গে দেখা করতে হয় অথবা তার সঙ্গে দাপ্তরিক কাজ থাকে, তবে সাধ্যমতো পর্দা রক্ষা করে তার সঙ্গে কথা বলতে হবে। এ অবস্থায় সালামের মাধ্যমে কথা শুরু করাই উত্তম। (রদ্দুল মুহতার)। মহানবী (সা.) বলেন, ‘কথা বলার আগেই সালাম দিতে হবে।’ (মিশকাত) টেলিফোন বা মোবাইলে যদি কোনো নারীর সঙ্গে কথা বলতে হয়, সে ক্ষেত্রেও সালাম দিয়ে শুরু করাই বাঞ্ছনীয়।
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সালাম অর্থ কারও জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করা। সালাম ইসলামের নিদর্শন। ইসলামে যেসব উত্তম ও কল্যাণকর কাজ রয়েছে, এর মধ্যে সালাম আদান-প্রদান একটি। হাদিসে বর্ণিত আছে, একদিন এক সাহাবি মহানবী (সা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি?’
তিনি জবাবে বললেন, ‘অন্যকে খাদ্য দেওয়া এবং চেনা-অচেনা সবাইকে সালাম দেওয়া।’ (মিশকাত)। সালাম আদান-প্রদানের ব্যাপারে মহানবী (সা.) বলেন, ‘তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো।’ (মিশকাত)
সবার সঙ্গে সালাম বিনিময় করা ও চেনা-অচেনার মাঝে সালাম দেওয়ার নির্দেশ থাকলেও অপরিচিতি এবং গায়রে মাহরাম বা যাদের সঙ্গে বিয়ে হালাল এমন নারীরা এর অন্তর্ভুক্ত নয়। তবে মাহরাম বা যাদের সঙ্গে বিয়ে হারাম এমন নারীকে সর্বাবস্থায় সালাম দেওয়ার বৈধতা রয়েছে। ইসলামি আইনবিদদের মতে, গায়রে মাহরাম নারীদের সঙ্গে বিনা প্রয়োজনে সালাম আদান-প্রদান করা যাবে না। যেমন পথ চলার সময় কোনো অপরিচিত রমণীর সঙ্গে দেখা হলে তাদের সালাম দেওয়ার বৈধতা নেই। এমনকি অপরিচিত বা গায়রে মাহরাম নারীও সালাম দিলে তার উত্তর সজোরে দেওয়া যাবে না। তবে আওয়াজ ছাড়া উত্তর দেওয়া যাবে।
তবে যদি কোনো প্রয়োজনে কোনো নারীর সঙ্গে দেখা করতে হয় অথবা তার সঙ্গে দাপ্তরিক কাজ থাকে, তবে সাধ্যমতো পর্দা রক্ষা করে তার সঙ্গে কথা বলতে হবে। এ অবস্থায় সালামের মাধ্যমে কথা শুরু করাই উত্তম। (রদ্দুল মুহতার)। মহানবী (সা.) বলেন, ‘কথা বলার আগেই সালাম দিতে হবে।’ (মিশকাত) টেলিফোন বা মোবাইলে যদি কোনো নারীর সঙ্গে কথা বলতে হয়, সে ক্ষেত্রেও সালাম দিয়ে শুরু করাই বাঞ্ছনীয়।
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
১৩ ঘণ্টা আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
১৫ ঘণ্টা আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১৫ ঘণ্টা আগেজীবিকা অর্জনের অন্যতম মাধ্যম ব্যবসা-বাণিজ্য। ইসলামে ব্যবসা এক মর্যাদাপূর্ণ পেশা। তবে এই পেশার মর্যাদা নির্ভর করে সততা ও নিষ্ঠার ওপর। আজকের দুনিয়ায় যখন লাভ ও প্রতিযোগিতার মোহে সততাকে বিসর্জন দেওয়া হচ্ছে, তখন ইসলামে একজন সৎ ব্যবসায়ীর জন্য রয়েছে এক অনন্য সুসংবাদ। কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন সূর্যের
১৫ ঘণ্টা আগে