ঢাকা: বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। বৈবাহিক সম্পর্ক ভাঙলেও ভাঙছে না তাঁদের দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৭ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল গেটস এবং মেলিন্ডা। গতকাল সোমবার উভয়েই টুইট বার্তায় এই বিচ্ছেদের ঘোষণা দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ডিভোর্সের পিটিশন দায়ের করেছেন বিল এবং মেলিন্ডা । তবে বিচ্ছেদ হলেও মানবহিতৈষী কর্মকাণ্ড এক সঙ্গে পরিচালনা করবেন বলেও জানিয়েছেন তাঁরা।
২০০০ সালে সিয়াটলে এই দম্পতি প্রতিষ্ঠা করেন বিল অ্যান্ড গেটস ফাউন্ডেশন। প্রাথমিকভাবে জনস্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ওপর জোর দেয় এই ফাউন্ডেশন। কোভিড মহামারিতে ভ্যাকসিন উদ্ভাবন এবং গবেষণায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৭৫ কোটি ডলার অনুদান দেওয়া হয়েছে। ২০১৯ সালে ফাউন্ডেশনের নিট সম্পত্তি ছিল ৪৩ বিলিয়ন ডলার। ১৯৯৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিল এবং মেলিন্ডা গেটস তাঁদের ফাউন্ডেশনে ৩৬ বিলিয়স ডলারের বেশি অর্থ দেন।
প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। এই ফাউন্ডেশনটি পোলিও দূরীকরণ, শিশু পুষ্টি এবং ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। গত বছর করোনামুক্ত বিশ্ব গড়ার জন্য এক দশমিক ৭৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিবাহবিচ্ছেদের যৌথ পিটিশনে বিল এবং মেলিন্ডা বলেন, বিচ্ছেদ পরবর্তী সময়ে কিভাবে সম্পদের ভাগ হবে তা নিয়ে তাঁরা চুক্তিতে পৌঁছেছেন।
পিটিশনে আরও বলা হয়, বিল এবং মেলিন্ডা দম্পতির কোনো ছোট শিশু নেই। তাঁদের প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক।
এদিকে আলাদা একটি বিবৃতিতে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এই দম্পতি ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ট্রাস্টি পদে দায়িত্ব পালন করবেন।
১৯৮০’র দশকে মাইক্রোসফটে যোগদানের পর বিল গেটসের সঙ্গে শেষের দিকে পরিচয় হয় মেলিন্ডার। এই দম্পতির তিন সন্তান রয়েছে। বিল গেটস ও মিলিন্ডা গেটস মিলে গড়ে তোলেন দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।
ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রচুর সম্পদের মালিক হন। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া মাইক্রোসফট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রতিষ্ঠান।
আরও পড়ুন:
ঢাকা: বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। বৈবাহিক সম্পর্ক ভাঙলেও ভাঙছে না তাঁদের দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৭ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল গেটস এবং মেলিন্ডা। গতকাল সোমবার উভয়েই টুইট বার্তায় এই বিচ্ছেদের ঘোষণা দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ডিভোর্সের পিটিশন দায়ের করেছেন বিল এবং মেলিন্ডা । তবে বিচ্ছেদ হলেও মানবহিতৈষী কর্মকাণ্ড এক সঙ্গে পরিচালনা করবেন বলেও জানিয়েছেন তাঁরা।
২০০০ সালে সিয়াটলে এই দম্পতি প্রতিষ্ঠা করেন বিল অ্যান্ড গেটস ফাউন্ডেশন। প্রাথমিকভাবে জনস্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ওপর জোর দেয় এই ফাউন্ডেশন। কোভিড মহামারিতে ভ্যাকসিন উদ্ভাবন এবং গবেষণায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৭৫ কোটি ডলার অনুদান দেওয়া হয়েছে। ২০১৯ সালে ফাউন্ডেশনের নিট সম্পত্তি ছিল ৪৩ বিলিয়ন ডলার। ১৯৯৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিল এবং মেলিন্ডা গেটস তাঁদের ফাউন্ডেশনে ৩৬ বিলিয়স ডলারের বেশি অর্থ দেন।
প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। এই ফাউন্ডেশনটি পোলিও দূরীকরণ, শিশু পুষ্টি এবং ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। গত বছর করোনামুক্ত বিশ্ব গড়ার জন্য এক দশমিক ৭৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিবাহবিচ্ছেদের যৌথ পিটিশনে বিল এবং মেলিন্ডা বলেন, বিচ্ছেদ পরবর্তী সময়ে কিভাবে সম্পদের ভাগ হবে তা নিয়ে তাঁরা চুক্তিতে পৌঁছেছেন।
পিটিশনে আরও বলা হয়, বিল এবং মেলিন্ডা দম্পতির কোনো ছোট শিশু নেই। তাঁদের প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক।
এদিকে আলাদা একটি বিবৃতিতে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এই দম্পতি ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ট্রাস্টি পদে দায়িত্ব পালন করবেন।
১৯৮০’র দশকে মাইক্রোসফটে যোগদানের পর বিল গেটসের সঙ্গে শেষের দিকে পরিচয় হয় মেলিন্ডার। এই দম্পতির তিন সন্তান রয়েছে। বিল গেটস ও মিলিন্ডা গেটস মিলে গড়ে তোলেন দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।
ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রচুর সম্পদের মালিক হন। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া মাইক্রোসফট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রতিষ্ঠান।
আরও পড়ুন:
ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
১০ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
২৩ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
২৭ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগে