Ajker Patrika

হত্যাকাণ্ডের ৩০ বছর পর প্রমাণ খুঁজতে তল্লাশি চালাল মার্কিন পুলিশ 

ডয়েচে ভেলে
হত্যাকাণ্ডের ৩০ বছর পর প্রমাণ খুঁজতে তল্লাশি চালাল মার্কিন পুলিশ 

প্রায় ৩ দশক আগে আগে মার্কিন র‍্যাপ কিংবদন্তি টুপাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার পর ৩০ বছর পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি নেভাদার পুলিশ। অবশেষে ৩০ বছর পর এসে সেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে হত্যা চালিয়েছে পুলিশ। 

যুক্তরাষ্ট্রে নেভাদা রাজ্যের পুলিশ জানিয়েছে, প্রায় তিন দশক আগে র্যাপ কিংবদন্তি টুপাক শাকুরের হত্যার সঙ্গে তাদের এই বাড়ি তল্লাশির সম্পর্ক রয়েছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার হেন্ডারসন শহরের একটি বাড়িতে তাঁরা তল্লাশি চালিয়েছে। তল্লাশির কথা জানালেও পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। 

 ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর একটি ট্রাফিক সিগন্যালে গুলি করা হত্যা করা হয় শাকুরকে। গুলি করার কয়েক দিন পর মাত্র ২৫ বছর বয়সে হাসপাতালে মারা যান এই তুমুল জনপ্রিয় র‍্যাপার। সেই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি। 

সম্প্রতি তল্লাশির বিষয়ে লাস ভেগাসের সংবাদমাধ্যম রিভিউ জার্নালকে নেভাদা পুলিশের লেফটেন্যান্ট জেসন জোহানসন জানিয়েছেন, ‘এই মামলা এখনো অমীমাংসিত। কিন্তু আমরা আশা করি একদিন আমরা এই অবস্থার পরিবর্তন আনতে পারব।’ 

কে ছিলেন টুপাক শাকুর? 

অল্প বয়স চলে যাওয়া তরুণ এই র‍্যাপারের ক্যারিয়ার স্বল্প সময়ের হলেও র্যাপ ঘরানায় তিনি চিরকালের জন্য নিজের অবস্থান তৈরি করে গেছেন। তার মৃত্যুর পরও অনেক দিন তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনি ছয়টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। তার পাঁচটি অ্যালবাম বিলবোর্ড টপ চার্টের শীর্ষে স্থান করে নিয়েছিল। তার মৃত্যুর পরও তিনটি গান মুক্তি পেয়েছিল। 

নিজের গানে তিনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের সমস্যাগুলো তুলে ধরতেন। পুলিশি বর্বরতা, গণগ্রেপ্তারসহ নানা বিষয়েই গান গেয়েছেন তিনি। তার মা আফেনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের অধিকার রক্ষার আন্দোলন ‘ব্ল্যাক প্যান্থার’-এর একজন অ্যাকটিভিস্ট ছিলেন। 

গান বিষয়বস্তু ছাড়াও আরেক র‍্যাপার দ্য নটোরিয়াস খ্যাত বি. আই. জি-এর সঙ্গে শাকুরের প্রতিদ্বন্দ্বিতাও তার খ্যাতির আরেকটি কারণ ছিল। অনেক তার মৃত্যুর সঙ্গেও দ্য নটোরিয়াসের সম্পর্ক খুঁজে পান। 

নিউইয়র্কে জন্ম নিলেও শাকুর পশ্চিম উপকূলের ব্যান্ড দল ‘ডেথ রো রেকর্ডসের’ জন্য গান গাইতেন। পূর্ব উপকূলের ‘ব্যাড বয়’ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার মুখ হয়ে উঠেছিলেন তিনি। দ্য নটোরিয়াস বি. আই. জি-এর অ্যালবাম মুক্তি পেত ব্যাড বয় এন্টারটেইনমেন্ট থেকে। শাকুরের মৃত্যুর মাত্র ছয় মাস পর দ্য নটোরিয়াস বি. আই. জিও গুলিতে নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত