ডয়েচে ভেলে
প্রায় ৩ দশক আগে আগে মার্কিন র্যাপ কিংবদন্তি টুপাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার পর ৩০ বছর পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি নেভাদার পুলিশ। অবশেষে ৩০ বছর পর এসে সেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে হত্যা চালিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে নেভাদা রাজ্যের পুলিশ জানিয়েছে, প্রায় তিন দশক আগে র্যাপ কিংবদন্তি টুপাক শাকুরের হত্যার সঙ্গে তাদের এই বাড়ি তল্লাশির সম্পর্ক রয়েছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার হেন্ডারসন শহরের একটি বাড়িতে তাঁরা তল্লাশি চালিয়েছে। তল্লাশির কথা জানালেও পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর একটি ট্রাফিক সিগন্যালে গুলি করা হত্যা করা হয় শাকুরকে। গুলি করার কয়েক দিন পর মাত্র ২৫ বছর বয়সে হাসপাতালে মারা যান এই তুমুল জনপ্রিয় র্যাপার। সেই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি।
সম্প্রতি তল্লাশির বিষয়ে লাস ভেগাসের সংবাদমাধ্যম রিভিউ জার্নালকে নেভাদা পুলিশের লেফটেন্যান্ট জেসন জোহানসন জানিয়েছেন, ‘এই মামলা এখনো অমীমাংসিত। কিন্তু আমরা আশা করি একদিন আমরা এই অবস্থার পরিবর্তন আনতে পারব।’
কে ছিলেন টুপাক শাকুর?
অল্প বয়স চলে যাওয়া তরুণ এই র্যাপারের ক্যারিয়ার স্বল্প সময়ের হলেও র্যাপ ঘরানায় তিনি চিরকালের জন্য নিজের অবস্থান তৈরি করে গেছেন। তার মৃত্যুর পরও অনেক দিন তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনি ছয়টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। তার পাঁচটি অ্যালবাম বিলবোর্ড টপ চার্টের শীর্ষে স্থান করে নিয়েছিল। তার মৃত্যুর পরও তিনটি গান মুক্তি পেয়েছিল।
নিজের গানে তিনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের সমস্যাগুলো তুলে ধরতেন। পুলিশি বর্বরতা, গণগ্রেপ্তারসহ নানা বিষয়েই গান গেয়েছেন তিনি। তার মা আফেনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের অধিকার রক্ষার আন্দোলন ‘ব্ল্যাক প্যান্থার’-এর একজন অ্যাকটিভিস্ট ছিলেন।
গান বিষয়বস্তু ছাড়াও আরেক র্যাপার দ্য নটোরিয়াস খ্যাত বি. আই. জি-এর সঙ্গে শাকুরের প্রতিদ্বন্দ্বিতাও তার খ্যাতির আরেকটি কারণ ছিল। অনেক তার মৃত্যুর সঙ্গেও দ্য নটোরিয়াসের সম্পর্ক খুঁজে পান।
নিউইয়র্কে জন্ম নিলেও শাকুর পশ্চিম উপকূলের ব্যান্ড দল ‘ডেথ রো রেকর্ডসের’ জন্য গান গাইতেন। পূর্ব উপকূলের ‘ব্যাড বয়’ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার মুখ হয়ে উঠেছিলেন তিনি। দ্য নটোরিয়াস বি. আই. জি-এর অ্যালবাম মুক্তি পেত ব্যাড বয় এন্টারটেইনমেন্ট থেকে। শাকুরের মৃত্যুর মাত্র ছয় মাস পর দ্য নটোরিয়াস বি. আই. জিও গুলিতে নিহত হন।
প্রায় ৩ দশক আগে আগে মার্কিন র্যাপ কিংবদন্তি টুপাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার পর ৩০ বছর পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি নেভাদার পুলিশ। অবশেষে ৩০ বছর পর এসে সেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে হত্যা চালিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে নেভাদা রাজ্যের পুলিশ জানিয়েছে, প্রায় তিন দশক আগে র্যাপ কিংবদন্তি টুপাক শাকুরের হত্যার সঙ্গে তাদের এই বাড়ি তল্লাশির সম্পর্ক রয়েছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার হেন্ডারসন শহরের একটি বাড়িতে তাঁরা তল্লাশি চালিয়েছে। তল্লাশির কথা জানালেও পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর একটি ট্রাফিক সিগন্যালে গুলি করা হত্যা করা হয় শাকুরকে। গুলি করার কয়েক দিন পর মাত্র ২৫ বছর বয়সে হাসপাতালে মারা যান এই তুমুল জনপ্রিয় র্যাপার। সেই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি।
সম্প্রতি তল্লাশির বিষয়ে লাস ভেগাসের সংবাদমাধ্যম রিভিউ জার্নালকে নেভাদা পুলিশের লেফটেন্যান্ট জেসন জোহানসন জানিয়েছেন, ‘এই মামলা এখনো অমীমাংসিত। কিন্তু আমরা আশা করি একদিন আমরা এই অবস্থার পরিবর্তন আনতে পারব।’
কে ছিলেন টুপাক শাকুর?
অল্প বয়স চলে যাওয়া তরুণ এই র্যাপারের ক্যারিয়ার স্বল্প সময়ের হলেও র্যাপ ঘরানায় তিনি চিরকালের জন্য নিজের অবস্থান তৈরি করে গেছেন। তার মৃত্যুর পরও অনেক দিন তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনি ছয়টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। তার পাঁচটি অ্যালবাম বিলবোর্ড টপ চার্টের শীর্ষে স্থান করে নিয়েছিল। তার মৃত্যুর পরও তিনটি গান মুক্তি পেয়েছিল।
নিজের গানে তিনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের সমস্যাগুলো তুলে ধরতেন। পুলিশি বর্বরতা, গণগ্রেপ্তারসহ নানা বিষয়েই গান গেয়েছেন তিনি। তার মা আফেনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের অধিকার রক্ষার আন্দোলন ‘ব্ল্যাক প্যান্থার’-এর একজন অ্যাকটিভিস্ট ছিলেন।
গান বিষয়বস্তু ছাড়াও আরেক র্যাপার দ্য নটোরিয়াস খ্যাত বি. আই. জি-এর সঙ্গে শাকুরের প্রতিদ্বন্দ্বিতাও তার খ্যাতির আরেকটি কারণ ছিল। অনেক তার মৃত্যুর সঙ্গেও দ্য নটোরিয়াসের সম্পর্ক খুঁজে পান।
নিউইয়র্কে জন্ম নিলেও শাকুর পশ্চিম উপকূলের ব্যান্ড দল ‘ডেথ রো রেকর্ডসের’ জন্য গান গাইতেন। পূর্ব উপকূলের ‘ব্যাড বয়’ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার মুখ হয়ে উঠেছিলেন তিনি। দ্য নটোরিয়াস বি. আই. জি-এর অ্যালবাম মুক্তি পেত ব্যাড বয় এন্টারটেইনমেন্ট থেকে। শাকুরের মৃত্যুর মাত্র ছয় মাস পর দ্য নটোরিয়াস বি. আই. জিও গুলিতে নিহত হন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
৪ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী...
৫ ঘণ্টা আগেপুরোপুরি দখলে নিতে গাজা নগরীতে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরুর প্রস্তুতি হিসেবে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। আজ বুধবার (২০ আগস্ট) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রিজার্ভ সেনাদের মধ্যে অধিকাংশই সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন।
৭ ঘণ্টা আগে