Ajker Patrika

পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত বাইডেন

পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। হোয়াইট হাউস বলেছে, ফ্রান্স এই বৈঠকের প্রস্তাব দিয়েছে, এবং এই বৈঠক তখনই সম্ভব হবে যদি রাশিয়া তার প্রতিবেশী দেশের ওপর সামরিক হামলা না করে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই দফায় প্রায় তিন ঘণ্টা ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই বৈঠকের প্রস্তাব দেন। 

ইমানুয়েল মাখোঁর কার্যালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৈঠকের সময় বাইডেন-পুতিনের বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 

ধারণা করা হচ্ছে, দুই শক্তিধর দেশের প্রেসিডেন্টের এই বৈঠকের মাধ্যমে ইউরোপে কয়েক দশক ধরে চলা নিরাপত্তা সংকটের সম্ভাব্য কূটনৈতিক সমাধান বেরিয়ে আসবে। 

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ফরাসি প্রেসিডেন্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান বের হয়ে আসতে পারে। বরিস জনসন রুশ প্রেসিডেন্ট পুতিনকে বর্তমান হুমকি থেকে সরে আসতে বলেন এবং ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। 

যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে যে রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তবে রাশিয়া শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে হামলার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। 

তবে ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা যা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে, পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থার দিকে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত