Ajker Patrika

কলম্বিয়ায় ১৪ বিদ্রোহী ও ১ সেনাবাহিনীর মৃত্যু

কলম্বিয়ায় ১৪ বিদ্রোহী ও ১ সেনাবাহিনীর মৃত্যু

কলম্বিয়ার গেরিলা ও আন্দিয়ানের সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে প্রায় ১৪ জন বিদ্রোহী এবং একজন কলম্বিয়ার সেনা নিহত হয়েছেন। শনিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার কাউকা প্রদেশের আর্গলিয়ায় দেশটির প্রাক্তন বিপ্লবী সশস্ত্র বাহিনী (এফএআরসি) প্রতিষ্ঠিত কার্লোস প্যাটিনো ফ্রন্টের চৌদ্দ সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর অন্তত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এ ফ্রন্টের বিরুদ্ধে ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যানের অভিযোগ সেনাবাহিনীর।

দেশটির সেনাপ্রধান জেনারেল এদুয়ার্দো এনরিক জাপাতেয়েরো এক টুইট বার্তায় জানান, বিদ্রোহীরা তাঁদের যোদ্ধাদের মৃতদেহ সরিয়ে ফেলে। এছাড়া টুইটে তিনি মাত্র ১০ জন বিদ্রোহীর নিহতের কথা তুলে ধরেন।

টুইটে তিনি আরও জানান, বিমান হামলায় একজন সেনা সদস্য নিহত ও ৭ সেনা সদস্য আহত হয়েছে। এছাড়া কলম্বিয়ার সেনাদের কাছে একজন বিদ্রোহী আত্মসমর্পণ করেছে, সেনাবাহিনী তাঁর অস্ত্র জব্দ করেছে।

সরকারী কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর ধারণা, সারা দেশে আড়াই হাজারের মতো তথাকথিত এএফআরসি বিদ্রোহী রয়েছে। তাঁদের শান্তি চুক্তি মানার অস্বীকৃতির জেরে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত