ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে জো বাইডেন বলেন, অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো মুহূর্তে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ই্উক্রেন ছেড়ে আসার আহ্বান জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রাশিয়ার কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, ব্যাপারটা এমন নয় যে আমরা একটি সন্ত্রাসী সংগঠনকে মোকাবিলা করছি। আমরা মোকাবিলা করছি বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীকে। বর্তমান পরিস্থিতি একেবারেই অন্যরকম। দ্রুত অবস্থার অবনতি হচ্ছে।
এনবিসির সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, পরিস্থিতি এখনো এমন হয়নি যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্ধার করতে সেখানে মার্কিন সেনা পাঠাতে হবে। যদি একটি বিশ্বযুদ্ধ শুরু হয় এবং রুশ ও মার্কিনিরা একে অপরকে গুলি করতে শুরু করে, তখন ভিন্ন কথা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যথেষ্ট বুদ্ধিমান উল্লেখ করে জো বাইডেন বলেন, তিনি যুদ্ধে জড়ানোর মতো অতটা বোকা নন। তিনি যথেষ্ট বুদ্ধিমান। তিনি এমন কিছু করবেন না যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এরই মধ্যে পোল্যান্ডে দুই হাজার মার্কিন সৈন্য পাঠানোর অনুমোদন দিয়েছে।
এদিকে ক্রেমলিন বলেছে, তার প্রাক্তন সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে তারা ‘রেড লাইন’ প্রয়োগ করতে চায়।
রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে।
ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে জো বাইডেন বলেন, অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো মুহূর্তে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ই্উক্রেন ছেড়ে আসার আহ্বান জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রাশিয়ার কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, ব্যাপারটা এমন নয় যে আমরা একটি সন্ত্রাসী সংগঠনকে মোকাবিলা করছি। আমরা মোকাবিলা করছি বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীকে। বর্তমান পরিস্থিতি একেবারেই অন্যরকম। দ্রুত অবস্থার অবনতি হচ্ছে।
এনবিসির সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, পরিস্থিতি এখনো এমন হয়নি যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্ধার করতে সেখানে মার্কিন সেনা পাঠাতে হবে। যদি একটি বিশ্বযুদ্ধ শুরু হয় এবং রুশ ও মার্কিনিরা একে অপরকে গুলি করতে শুরু করে, তখন ভিন্ন কথা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যথেষ্ট বুদ্ধিমান উল্লেখ করে জো বাইডেন বলেন, তিনি যুদ্ধে জড়ানোর মতো অতটা বোকা নন। তিনি যথেষ্ট বুদ্ধিমান। তিনি এমন কিছু করবেন না যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এরই মধ্যে পোল্যান্ডে দুই হাজার মার্কিন সৈন্য পাঠানোর অনুমোদন দিয়েছে।
এদিকে ক্রেমলিন বলেছে, তার প্রাক্তন সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে তারা ‘রেড লাইন’ প্রয়োগ করতে চায়।
রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৫ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৫ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
৫ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৬ ঘণ্টা আগে