যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে করোনা শুরুর পর থেকে গত শনিবার এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনাক্তের এ ঊর্ধ্বগতি।
ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, সোমবার দেশটিতে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সিডিসির একজন মুখপাত্র নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, ক্রিসমাসের সময়কালে পরীক্ষা এবং পরীক্ষাকেন্দ্র বন্ধ থাকার কারণে শনাক্তের সংখ্যাটি সম্ভবত 'অতিরিক্ত' হয়েছে। নতুন বছরে পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর মধ্যে ফ্রান্সেও এক দিনে ইউরোপের সর্বোচ্চসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গতকাল মঙ্গলবার এক দিনে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান এর আগে সতর্ক করেছিলেন, সবকিছু দেখে মনে হচ্ছে ফ্রান্স জানুয়ারির শুরুতে ২ লাখ ৫০ হাজারের মতো দৈনিক শনাক্ত দেখতে পারে।
ইতালি, গ্রিস, পর্তুগাল এবং ইংল্যান্ডও গতকাল মঙ্গলবার রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুসারে ২৬ ডিসেম্বরের আগের সপ্তাহে ইউরোপে নতুন করোনা সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে এবং আমেরিকা অঞ্চলে ৩০ শতাংশ বেড়েছে।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট যে কতটা ঝুঁকিপূর্ণ, তা এর শনাক্তের হার দেখেই বোঝা যায়। তবে প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেলটার চেয়ে কম শক্তিশালী। সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও কম পড়ে। তবে সংক্রমণ বেশি হওয়ায় হাসপাতালগুলোতে শয্যাসংকট হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে করোনা শুরুর পর থেকে গত শনিবার এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনাক্তের এ ঊর্ধ্বগতি।
ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, সোমবার দেশটিতে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সিডিসির একজন মুখপাত্র নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, ক্রিসমাসের সময়কালে পরীক্ষা এবং পরীক্ষাকেন্দ্র বন্ধ থাকার কারণে শনাক্তের সংখ্যাটি সম্ভবত 'অতিরিক্ত' হয়েছে। নতুন বছরে পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর মধ্যে ফ্রান্সেও এক দিনে ইউরোপের সর্বোচ্চসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গতকাল মঙ্গলবার এক দিনে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান এর আগে সতর্ক করেছিলেন, সবকিছু দেখে মনে হচ্ছে ফ্রান্স জানুয়ারির শুরুতে ২ লাখ ৫০ হাজারের মতো দৈনিক শনাক্ত দেখতে পারে।
ইতালি, গ্রিস, পর্তুগাল এবং ইংল্যান্ডও গতকাল মঙ্গলবার রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুসারে ২৬ ডিসেম্বরের আগের সপ্তাহে ইউরোপে নতুন করোনা সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে এবং আমেরিকা অঞ্চলে ৩০ শতাংশ বেড়েছে।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট যে কতটা ঝুঁকিপূর্ণ, তা এর শনাক্তের হার দেখেই বোঝা যায়। তবে প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেলটার চেয়ে কম শক্তিশালী। সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও কম পড়ে। তবে সংক্রমণ বেশি হওয়ায় হাসপাতালগুলোতে শয্যাসংকট হওয়ার আশঙ্কা রয়েছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৯ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৯ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
১১ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
১২ ঘণ্টা আগে