Ajker Patrika

লস অ্যাঞ্জেলেসে দাবানল: প্রাণহানি বেড়ে ১০, অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগে আটক ২১

তীব্র বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। ছবি: এএফপি
তীব্র বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক এ তথ্য জানিয়েছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে। তখন মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

এদিকে দাবানলের সূত্রপাতকারী সন্দেহে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

২০ বছর বয়সী ওই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘ফ্লেম-থ্রোয়ার’ অর্থাৎ জ্বলন্ত তরল বা গ্যাসীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুনের সূত্রপাত করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) প্রাথমিকভাবে দাবি করেছিল, এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে।

এলএপিডির টোপাঙ্গা ডিভিশনের শন ডিনস জানান, গতকাল বৃহস্পতিবার উডল্যান্ড হিলসে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই সন্দেহভাজনের পরিচয় জানায়নি পুলিশ।

স্থানীয় এক ব্যক্তি জানান, আনুমানিক ২০ বছর বয়সী ওই সন্দেহভাজনের কাছে একটি প্রোপেন ট্যাংক বা বড় হলুদ ট্যাংকের মতো ফ্লেম-থ্রোয়ার ছিল। তবে স্থানীয় ফায়ার চিফ বিবিসিকে জানান, ইচ্ছাকৃত আগুন লাগানো হয়েছে, এখনো এমন কোনো ‘নিশ্চিত প্রমাণ’ নেই।

লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ২ লাখের বেশি বাসিন্দা। এই অবস্থায় পরিত্যক্ত বাড়িগুলোয় লুটপাটের খবর পাওয়া গেছে। লুটের অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ। কিছু এলাকায় কারফিউ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

তীব্র বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। গ্যাসলাইনের সংস্পর্শে এসে আগুন যাতে ছড়িয়ে না যায়, সে জন্য বিভিন্ন এলাকায় সড়কপথ ধ্বংস করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গত দুই দিনে বাতাসের গতি বাড়তে থাকায় দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে গেছে। প্যালিসেইডস ও ইটনে দাবানলে প্রায় ৩১ হাজার একর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে ছাই হয়েছে প্রায় ১০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা।

জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, প্যারিস হিলটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক হলিউড তারকা ঘরবাড়ি হারিয়েছেন।

ভয়াবহ ধ্বংসযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে শেরিফ রবার্ট লুনা বলেন, ক্ষয়ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে, এখানে যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত