Ajker Patrika

বোমা হামলার হুমকির পর সরানো হলো কমলা হ্যারিসের স্বামীকে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৩
বোমা হামলার হুমকির পর সরানো হলো কমলা হ্যারিসের স্বামীকে

বোমা হামলার হুমকির পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনের একটি স্কুল পরিদর্শনের সময় বোমা হামলার হুমকি এলে তাঁকে সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

কর্মকর্তারা জানান, ডগলাস এমহফ ওয়াশিংটন ডিসির ডানবার হাই স্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। হুমকি থাকায় শিক্ষার্থীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। 

ওয়াশিংটনের সরকারি স্কুলের মুখপাত্র এনরিক গুতেরেস বলেন, ‘আমরা আজকে হুমকির সম্মুখীন হয়েছিলাম, তাই আমরা সবাইকে সতর্কতা অবলম্বন করে সরিয়ে নিয়েছি। আমি মনে করি এখন সবাই নিরাপদ। 

বোমা হামলার হুমকি নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 

এমহফের মুখপাত্র কেটি পিটার্স এক টুইট বার্তায় বলেন, এমহফ নিরাপদে আছেন।  স্কুলটি খালি করা হয়েছে। আমরা গোয়েন্দা ও পুলিশের কাছে তাদের কাজের জন্য কৃতজ্ঞ।

কমলা হ্যারিস হলেন যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত নারী মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত