Ajker Patrika

ভবনের ওপর বিধ্বস্ত বিমান, নিহত ৪

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৭
ভবনের ওপর বিধ্বস্ত বিমান, নিহত ৪

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় কানেকটিকাটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় ৪ জন নিহত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দ্য ফার্মিংটন পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, ‘১১১ হাইড রোডে একটি ভবনের ওপর ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি।’ 

মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি কানেকটিকাটে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটির একটি পাশে আগুন জ্বলছে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। 

ফার্মিংটন পুলিশ বিভাগের কর্মকর্তা টিম ম্যাকেনজি বলেন, লিয়ারজেট কোম্পানির তৈরি ছোট বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। বিমানটিতে কতজন ছিল, তা এখনো যা জানা যায়নি। 

এখন পর্যন্ত কাউকে হাসপাতালে নেওয়া হয়নি বলেও জানিয়েছে ফার্মিংটন পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত