আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটি পিটিশনে সই করা ভোটারদের লটারির মাধ্যমে ১০ লাখ ডলার করে দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ওই পিটিশন আসলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের একটি উদ্যোগ। এ ঘটনাকে কেন্দ্র করে ইলন মাস্ককে ডেকে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার আদালতে তাঁকে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়া কাউন্টি কোর্ট অব কমন প্লিসের আদেশে গতকাল বুধবার একজন বিচারক জানিয়েছেন, শুনানির সময় সব দলকে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। শুনানির দিন প্রথমে শুক্রবার নির্ধারিত হলেও তা পরবর্তীকালে বৃহস্পতিবার সকালে নিয়ে আসা হয়।
ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে সোমবার এই মামলা করা হয়। গত সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু করেন মাস্ক। মার্কিন নির্বাচনের আগপর্যন্ত প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। লটারিতে অংশগ্রহণের জন্য দুটো শর্ত দিয়েছেন ইলন মাস্ক।
স্বাক্ষরকারীদের যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটার হতে হবে ও বাক্স্বাধীনতা ও অস্ত্র বহন আইনে সমর্থনে একটি পিটিশনে সই করতে হবে। তাঁর এই উদ্যোগ নিয়ে কিছুটা বিভক্ত হয়ে পড়েছিলেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, সরাসরি কোনো নির্বাচনী আইন ভঙ্গ করেননি মাস্ক। কিন্তু কেউ কেউ একে দেখেছেন ট্রাম্পের পক্ষে ভোটারদের টানার এক অভিনব পদ্ধতি হিসেবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আমেরিকা পিএসিকে সতর্ক করে একটি নোটিশ পাঠিয়েছিল বিচার বিভাগ। সেখানে বলা হয়, নিবন্ধিত ভোটারদের আর্থিক পুরস্কার দেওয়া ফেডেরাল আইনের লঙ্ঘন হতে পারে।
আসন্ন মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় প্রচারণার জন্য ট্রাম্পশিবির প্রভাবশালী সব গোষ্ঠীর ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বিশ্বের শীর্ষ ধনীর সুপার পিএসসি প্রেসিডেন্ট নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটি পিটিশনে সই করা ভোটারদের লটারির মাধ্যমে ১০ লাখ ডলার করে দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ওই পিটিশন আসলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের একটি উদ্যোগ। এ ঘটনাকে কেন্দ্র করে ইলন মাস্ককে ডেকে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার আদালতে তাঁকে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়া কাউন্টি কোর্ট অব কমন প্লিসের আদেশে গতকাল বুধবার একজন বিচারক জানিয়েছেন, শুনানির সময় সব দলকে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো। শুনানির দিন প্রথমে শুক্রবার নির্ধারিত হলেও তা পরবর্তীকালে বৃহস্পতিবার সকালে নিয়ে আসা হয়।
ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে সোমবার এই মামলা করা হয়। গত সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু করেন মাস্ক। মার্কিন নির্বাচনের আগপর্যন্ত প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। লটারিতে অংশগ্রহণের জন্য দুটো শর্ত দিয়েছেন ইলন মাস্ক।
স্বাক্ষরকারীদের যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটার হতে হবে ও বাক্স্বাধীনতা ও অস্ত্র বহন আইনে সমর্থনে একটি পিটিশনে সই করতে হবে। তাঁর এই উদ্যোগ নিয়ে কিছুটা বিভক্ত হয়ে পড়েছিলেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, সরাসরি কোনো নির্বাচনী আইন ভঙ্গ করেননি মাস্ক। কিন্তু কেউ কেউ একে দেখেছেন ট্রাম্পের পক্ষে ভোটারদের টানার এক অভিনব পদ্ধতি হিসেবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আমেরিকা পিএসিকে সতর্ক করে একটি নোটিশ পাঠিয়েছিল বিচার বিভাগ। সেখানে বলা হয়, নিবন্ধিত ভোটারদের আর্থিক পুরস্কার দেওয়া ফেডেরাল আইনের লঙ্ঘন হতে পারে।
আসন্ন মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় প্রচারণার জন্য ট্রাম্পশিবির প্রভাবশালী সব গোষ্ঠীর ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বিশ্বের শীর্ষ ধনীর সুপার পিএসসি প্রেসিডেন্ট নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
২৬ মিনিট আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৩ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে