অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান, মহাকাশ গবেষণা ও নির্মাতা সংস্থা ব্লু অরিজিনের মালিক এবং একজন বিলিয়নিয়ার বিনিয়োগকারী হয়েও জেফ বেজোস তাঁর প্রাত্যহিক দিনটিকে এমনভাবে প্রাধান্য দেন যা তাঁকে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের সুযোগ দেয়। নিজের সকালের রুটিন নিয়ে জেফ বেজোসের কিছু কথার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
এক্সে পোস্ট করা ওই ভিডিওতে বেজোস বলেছেন, ‘আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সকালে ঢিলে-তালে সময় কাটাতে ভালোবাসি। খবরের কাগজ পড়ি, কফি খেতে পছন্দ করি। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে পছন্দ করি। সকালে ঢিলে-তালে সময় কাটানোর বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা করার জন্য সকাল ১০টার আগে আমি কোনো মিটিংয়ে বসি না।’
বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বেজোস জানান, দুপুরের খাবারের আগেই তিনি তাঁর জরুরি এবং চিন্তাপ্রসূত মিটিংগুলো শেষ করে ফেলতে পছন্দ করেন। এ ক্ষেত্রে সকাল ১০টার মিটিংকেই তিনি বিশেষ গুরুত্ব দেন। আর বিকেল ৫টা পার হয়ে গেলে তিনি সেদিনের মতো আর কোনো মিটিংয়ে বসতে চান না। এ ক্ষেত্রে তাঁর প্রতিক্রিয়াটি থাকে, ‘আসুন, আমরা আগামীকাল ১০টায় বিষয়টি নিয়ে আবার বসি।’
দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুমের বিষয়েও জোর দিয়েছেন বেজোস। তিনি নিজের জীবনেও এটি প্রয়োগ করেন। আট ঘণ্টা ঘুমের সুফল নিয়ে তিনি বলেন, ‘আমি আরও ভালো চিন্তা করি। আরও শক্তি অনুভব করি। আমার মেজাজও ভালো থাকে।’
এক্স মাধ্যমে ‘হিস্টোরিক ভাইডস’ নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পরে দ্রুততম সময়ের মধ্যেই এটি অসংখ্য মানুষের দৃষ্টিগোচর হয়। অনেকেই এই পোস্টটিতে লাইক কমেন্টের মধ্য দিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘সকালের ঢিলে-তালের সেই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনাকে দিনের অন্য কাজগুলোর জন্য কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন পড়ে না। দিনটিকে মোকাবিলা করার জন্য এটি আপনার মন, শরীর ও আত্মাকে প্রস্তুত করার সুযোগ দেয়।’
আরেকজন লিখেছেন—সকালেই সব ভালো ভালো চিন্তার সূত্রপাত ঘটে।
জেফ বেজোসের কথাগুলোকে একটি ‘মহৎ উপদেশ’ আখ্যা দিয়ে এটি সকলের অনুসরণ করা উচিত বলেও মত দিয়েছেন তৃতীয় আরেকজন।
অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান, মহাকাশ গবেষণা ও নির্মাতা সংস্থা ব্লু অরিজিনের মালিক এবং একজন বিলিয়নিয়ার বিনিয়োগকারী হয়েও জেফ বেজোস তাঁর প্রাত্যহিক দিনটিকে এমনভাবে প্রাধান্য দেন যা তাঁকে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের সুযোগ দেয়। নিজের সকালের রুটিন নিয়ে জেফ বেজোসের কিছু কথার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
এক্সে পোস্ট করা ওই ভিডিওতে বেজোস বলেছেন, ‘আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সকালে ঢিলে-তালে সময় কাটাতে ভালোবাসি। খবরের কাগজ পড়ি, কফি খেতে পছন্দ করি। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে পছন্দ করি। সকালে ঢিলে-তালে সময় কাটানোর বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা করার জন্য সকাল ১০টার আগে আমি কোনো মিটিংয়ে বসি না।’
বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বেজোস জানান, দুপুরের খাবারের আগেই তিনি তাঁর জরুরি এবং চিন্তাপ্রসূত মিটিংগুলো শেষ করে ফেলতে পছন্দ করেন। এ ক্ষেত্রে সকাল ১০টার মিটিংকেই তিনি বিশেষ গুরুত্ব দেন। আর বিকেল ৫টা পার হয়ে গেলে তিনি সেদিনের মতো আর কোনো মিটিংয়ে বসতে চান না। এ ক্ষেত্রে তাঁর প্রতিক্রিয়াটি থাকে, ‘আসুন, আমরা আগামীকাল ১০টায় বিষয়টি নিয়ে আবার বসি।’
দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুমের বিষয়েও জোর দিয়েছেন বেজোস। তিনি নিজের জীবনেও এটি প্রয়োগ করেন। আট ঘণ্টা ঘুমের সুফল নিয়ে তিনি বলেন, ‘আমি আরও ভালো চিন্তা করি। আরও শক্তি অনুভব করি। আমার মেজাজও ভালো থাকে।’
এক্স মাধ্যমে ‘হিস্টোরিক ভাইডস’ নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পরে দ্রুততম সময়ের মধ্যেই এটি অসংখ্য মানুষের দৃষ্টিগোচর হয়। অনেকেই এই পোস্টটিতে লাইক কমেন্টের মধ্য দিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘সকালের ঢিলে-তালের সেই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনাকে দিনের অন্য কাজগুলোর জন্য কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন পড়ে না। দিনটিকে মোকাবিলা করার জন্য এটি আপনার মন, শরীর ও আত্মাকে প্রস্তুত করার সুযোগ দেয়।’
আরেকজন লিখেছেন—সকালেই সব ভালো ভালো চিন্তার সূত্রপাত ঘটে।
জেফ বেজোসের কথাগুলোকে একটি ‘মহৎ উপদেশ’ আখ্যা দিয়ে এটি সকলের অনুসরণ করা উচিত বলেও মত দিয়েছেন তৃতীয় আরেকজন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৩১ মিনিট আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
২ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
৩ ঘণ্টা আগে