অনলাই ডেস্ক
জনপ্রিয় অনলাইন লাইব্রেরি ইন্টারনেট আর্কাইভকে কপিরাইট আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করল মার্কিন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ইন্টারনেট আর্কাইভকে অভিযুক্ত করে ম্যানহাটন জেলা আদালতের বিচারক জন কোয়েলটল এ রায় দেন। এর আগে ২০২০ সালে স্ক্যান করা বই অনলাইনে ধার দিয়ে কপিরাইট আইন ভাঙার অভিযোগ এনে সানফ্রান্সিসকো ভিত্তিক এই অলাভজনক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে চার প্রকাশনা প্রতিষ্ঠান।
ইন্টারনেট আর্কাইভ গত এক দশকে লাখ লাখ ছাপা বই স্ক্যান করেছে। কপিরাইট আইনে সুরক্ষিত ৩.৬ মিলিয়ন বই ছাড়া বাকি বইগুলোর ডিজিটাল কপি বিনা মূল্যেই নিজেরদের ওয়েবসাইটে উন্মুক্ত করেছে তারা। এর মধ্যে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউসেরও ৩৩ হাজার বই রয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর স্থানীয় লাইব্রেরিগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন ইন্টারনেট আর্কাইভ একসঙ্গে কতজন একটি বই ধার নিতে পারবে তার সীমা তুলে নেয়। এরপরই ১২৭ টিরও বেশি বই নিয়ে আপত্তি জানিয়ে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউস মামলা করেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
ইন্টারনেট আর্কাইভ আদালতে বিষয়টিকে সাধারণত লাইব্রেরিগুলো যেভাবে পাঠকদের বই ধার দেয় তার সঙ্গে তুলনা করে এটিকে ‘অনলাইনে বইয়ের নিয়ন্ত্রিত ধার দেওয়া’ বলে অভিহিত করে। তাদের দাবি এই পদ্ধতি বইয়ে ‘ন্যায্য ব্যবহারের’ যুক্তি অনুসরণ করে। সেই যুক্তিতে কিছু পরিস্থিতিতে কপিরাইটযুক্ত অন্যের কাজ লাইসেন্সবিহীন ব্যবহারের অনুমতি দেয় তাদের। কিন্তু প্রকাশকদের দাবি, এটি কপিরাইট আইনের লঙ্ঘন এবং ইবুক বাজারকে আঘাত করে।
রায় দেওয়ার আগে আদালত আপত্তি ওঠা বইগুলোকে ধার দেওয়ার ক্ষমতা ইন্টারনেট আর্কাইভের রয়েছে কী না তা পরীক্ষা করে দেখে। মামলার শুনানিতে বিচারক কোয়েলটল বলেন, ‘ইন্টারনেট আর্কাইভের পদ্ধতিতে এমন কিছুই নেই যা বইগুলোর ডিজিটাল কপির ‘ন্যায্য ব্যবহারকে’ নিশ্চয়তা করে। কারণ কেবল প্রকাশকেরাই ঐতিহ্যবাহী লাইব্রেরিকে লাইসেন্স দিতে পারে বইয়ের অনুমোদিত ইবুক সংস্করণ তৈরি করার। মুদ্রিত বই বৈধভাবে ধার দেওয়ার অধিকার থাকলেও, কোনো বই স্ক্যান করে ডিজিটাল কপি ধার দেওয়ার অধিকার ইন্টারনেট আর্কাইভের নেই।’
এরপর ইন্টারনেট আর্কাইভ এ রায়কে ‘ডিজিটাল যুগে তথ্য মাধ্যমে সবার অবাধ প্রবেশকে বাধাগ্রস্ত করবে এবং পাঠকদের ক্ষতিগ্রস্ত করবে’ আখ্যা দিয়ে আপিল করার কথা বিবৃতি দিয়ে জানায়।
এ নিয়ে অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের প্রধান মারিয়া প্যালান্ট এক বিবৃতিতে বলেছেন যে, ‘এই রায় সারা বিশ্বে লেখক, প্রকাশক এবং সৃজনশীল বাজারের গুরুত্বের ওপর জোর দিয়েছে।’
জনপ্রিয় অনলাইন লাইব্রেরি ইন্টারনেট আর্কাইভকে কপিরাইট আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করল মার্কিন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ইন্টারনেট আর্কাইভকে অভিযুক্ত করে ম্যানহাটন জেলা আদালতের বিচারক জন কোয়েলটল এ রায় দেন। এর আগে ২০২০ সালে স্ক্যান করা বই অনলাইনে ধার দিয়ে কপিরাইট আইন ভাঙার অভিযোগ এনে সানফ্রান্সিসকো ভিত্তিক এই অলাভজনক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে চার প্রকাশনা প্রতিষ্ঠান।
ইন্টারনেট আর্কাইভ গত এক দশকে লাখ লাখ ছাপা বই স্ক্যান করেছে। কপিরাইট আইনে সুরক্ষিত ৩.৬ মিলিয়ন বই ছাড়া বাকি বইগুলোর ডিজিটাল কপি বিনা মূল্যেই নিজেরদের ওয়েবসাইটে উন্মুক্ত করেছে তারা। এর মধ্যে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউসেরও ৩৩ হাজার বই রয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর স্থানীয় লাইব্রেরিগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন ইন্টারনেট আর্কাইভ একসঙ্গে কতজন একটি বই ধার নিতে পারবে তার সীমা তুলে নেয়। এরপরই ১২৭ টিরও বেশি বই নিয়ে আপত্তি জানিয়ে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউস মামলা করেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
ইন্টারনেট আর্কাইভ আদালতে বিষয়টিকে সাধারণত লাইব্রেরিগুলো যেভাবে পাঠকদের বই ধার দেয় তার সঙ্গে তুলনা করে এটিকে ‘অনলাইনে বইয়ের নিয়ন্ত্রিত ধার দেওয়া’ বলে অভিহিত করে। তাদের দাবি এই পদ্ধতি বইয়ে ‘ন্যায্য ব্যবহারের’ যুক্তি অনুসরণ করে। সেই যুক্তিতে কিছু পরিস্থিতিতে কপিরাইটযুক্ত অন্যের কাজ লাইসেন্সবিহীন ব্যবহারের অনুমতি দেয় তাদের। কিন্তু প্রকাশকদের দাবি, এটি কপিরাইট আইনের লঙ্ঘন এবং ইবুক বাজারকে আঘাত করে।
রায় দেওয়ার আগে আদালত আপত্তি ওঠা বইগুলোকে ধার দেওয়ার ক্ষমতা ইন্টারনেট আর্কাইভের রয়েছে কী না তা পরীক্ষা করে দেখে। মামলার শুনানিতে বিচারক কোয়েলটল বলেন, ‘ইন্টারনেট আর্কাইভের পদ্ধতিতে এমন কিছুই নেই যা বইগুলোর ডিজিটাল কপির ‘ন্যায্য ব্যবহারকে’ নিশ্চয়তা করে। কারণ কেবল প্রকাশকেরাই ঐতিহ্যবাহী লাইব্রেরিকে লাইসেন্স দিতে পারে বইয়ের অনুমোদিত ইবুক সংস্করণ তৈরি করার। মুদ্রিত বই বৈধভাবে ধার দেওয়ার অধিকার থাকলেও, কোনো বই স্ক্যান করে ডিজিটাল কপি ধার দেওয়ার অধিকার ইন্টারনেট আর্কাইভের নেই।’
এরপর ইন্টারনেট আর্কাইভ এ রায়কে ‘ডিজিটাল যুগে তথ্য মাধ্যমে সবার অবাধ প্রবেশকে বাধাগ্রস্ত করবে এবং পাঠকদের ক্ষতিগ্রস্ত করবে’ আখ্যা দিয়ে আপিল করার কথা বিবৃতি দিয়ে জানায়।
এ নিয়ে অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের প্রধান মারিয়া প্যালান্ট এক বিবৃতিতে বলেছেন যে, ‘এই রায় সারা বিশ্বে লেখক, প্রকাশক এবং সৃজনশীল বাজারের গুরুত্বের ওপর জোর দিয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগে