ইউক্রেন ইস্যুতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ বিষয়ে আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে কথা বলবেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১১ টা) তাঁরা টেলিফোনে কথা বলবেন।
গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাইডেন ও পুতিন ইউক্রেন সংকট নিয়ে সরাসরি আলোচনা করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আশঙ্কা করছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সৈন্য বাড়িয়েছে, তাতে যেকোনো সময়ে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট পুতিন একের পর এক পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এসব আলোচনা এখন পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা কমাতে পারেনি। গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশ ও মিডিয়াগুলো বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।
গতকাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, রাশিয়া শিগগির ইউক্রেনে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে। ইউক্রেন অবস্থানরত সকল নাগরিকদের তাদের নিজেদের নিরাপত্তার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার পরামর্শ দেন।
পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ৩ হাজারের বেশি সৈন্য পোল্যান্ডে পাঠানোর কয়েক দিনের মধ্যেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জ্যাক সুলিভান।
এরই মধ্যে ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেন, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ নিরাপত্তা-সম্পর্কিত উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অতীতের মতো উভয়েই তাদের কথোপকথন গোপন রাখতে সম্মত হয়েছেন।
ইউক্রেন ইস্যুতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ বিষয়ে আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে কথা বলবেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১১ টা) তাঁরা টেলিফোনে কথা বলবেন।
গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাইডেন ও পুতিন ইউক্রেন সংকট নিয়ে সরাসরি আলোচনা করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আশঙ্কা করছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সৈন্য বাড়িয়েছে, তাতে যেকোনো সময়ে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট পুতিন একের পর এক পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এসব আলোচনা এখন পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা কমাতে পারেনি। গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশ ও মিডিয়াগুলো বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।
গতকাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, রাশিয়া শিগগির ইউক্রেনে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে। ইউক্রেন অবস্থানরত সকল নাগরিকদের তাদের নিজেদের নিরাপত্তার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার পরামর্শ দেন।
পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ৩ হাজারের বেশি সৈন্য পোল্যান্ডে পাঠানোর কয়েক দিনের মধ্যেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জ্যাক সুলিভান।
এরই মধ্যে ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেন, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ নিরাপত্তা-সম্পর্কিত উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অতীতের মতো উভয়েই তাদের কথোপকথন গোপন রাখতে সম্মত হয়েছেন।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৫ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৫ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
৫ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৬ ঘণ্টা আগে