Ajker Patrika

ইউক্রেন ইস্যুতে বাইডেন-পুতিন কথা বলবেন আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৮
ইউক্রেন ইস্যুতে বাইডেন-পুতিন কথা বলবেন আজ

ইউক্রেন ইস্যুতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ বিষয়ে আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে কথা বলবেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১১ টা) তাঁরা টেলিফোনে কথা বলবেন।

গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাইডেন ও পুতিন ইউক্রেন সংকট নিয়ে সরাসরি আলোচনা করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আশঙ্কা করছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সৈন্য বাড়িয়েছে, তাতে যেকোনো সময়ে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট পুতিন একের পর এক পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এসব আলোচনা এখন পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা কমাতে পারেনি। গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশ ও মিডিয়াগুলো বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।

গতকাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, রাশিয়া শিগগির ইউক্রেনে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে। ইউক্রেন অবস্থানরত সকল নাগরিকদের তাদের নিজেদের নিরাপত্তার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার পরামর্শ দেন।

পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২ তম এয়ারবর্ন ডিভিশন থেকে ৩ হাজারের বেশি সৈন্য পোল্যান্ডে পাঠানোর কয়েক দিনের মধ্যেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জ্যাক সুলিভান।

এরই মধ্যে ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেন, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ নিরাপত্তা-সম্পর্কিত উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অতীতের মতো উভয়েই তাদের কথোপকথন গোপন রাখতে সম্মত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত