Ajker Patrika

৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, দীর্ঘায়িত হবে বলে সতর্ক করলেন বাইডেন

আপডেট : ১১ জুন ২০২২, ১৮: ০১
৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, দীর্ঘায়িত হবে বলে সতর্ক করলেন বাইডেন

বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি যুক্তরাষ্ট্র। বর্তামানে দেশটিতে ৮ দশমিক ৬ শতাংশ। এমতাবস্থায় দেশবাসীকে কোনো আশার বাণী শোণাতে পারেননি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বরং তিনি সতর্ক করে বলেছেন, মূল্যস্ফীতি দীর্ঘায়িত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির মূল্যস্ফীতি বেড়ে যাওয়া প্রসঙ্গে বাইডেন বলেছেন, ‘আমাদের আরও কিছুদিন এই মূল্যস্ফীতি নিয়েই চলতে হবে। এই সংকট ক্রমে ক্রমেই কমে আসবে। তবে তার আগে কিছু সময় আমাদের এটি সহ্য করতেই হবে।’ যুক্তরাষ্ট্রের বেভারলি হিলে ডেমোক্র্যাট দলের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির বিষয়ে দেশটির নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদেরা ধারণা করেছিলেন, এই মূল্যস্ফীতি খুবই ‘সাময়িক’ এবং সময়ের সঙ্গে সঙ্গে কোভিড-১৯ মহামারির পর অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম চালু থাকায় শিগগিরই এই অবস্থা কেটে যাবে। কিন্তু তাঁদের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে দেশটির খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে আরম্ভ করে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দাম বাড়তে থাকে আরও বেশি হারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত