আজকের পত্রিকা ডেস্ক
ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রযুক্তিমহল যখন উত্তাল, তখন এক অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এসেছে মাস্কের বিচ্ছিন্ন মেয়ে ভিভিয়ান জেনা উইলসনের পক্ষ থেকে।
বাবার বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকবারই প্রকাশ্যে সমালোচনায় মুখর হয়েছেন ২১ বছর বয়সী ভিভিয়ান। এবার তিনি ইনস্টাগ্রামে নিজের হাসির একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কথা প্রমাণিত হওয়ায় আমি আনন্দিত।’ মাস্ক বা ট্রাম্পের নাম উল্লেখ না করলেও ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না।’ এর পরই তিনি হাসিতে ফেটে পড়েন।
থ্রেডস প্ল্যাটফর্মেও এক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনে এত সৌন্দর্য’, সঙ্গে ছিল চেইস আইকনের ‘জব অ্যাপ্লিকেশন’ গান। এর পরের পোস্টে শুধু লিখেছেন, ‘আজকের আবহাওয়াটা দারুণ।’
২০২২ সালের ২২ জুন ক্যালিফোর্নিয়ার একটি আদালতে আইনিভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করেন ভিভিয়ান এবং মাস্কের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন। আদালতে তিনি জানিয়েছিলেন, ‘আমি আর আমার জৈবিক বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনোভাবেই না।’
ইলন মাস্ক অবশ্য মেয়ের সঙ্গে বিচ্ছেদের জন্য ‘ওয়োক মাইন্ড ভাইরাস’কে দায়ী করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ছলনার শিকার হয়েছিলাম। আমি আমার ছেলেকে হারিয়েছি। একেই তো ডেডনেইমিং বলে। কারণ, সে আর নেই।’
এদিকে মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে মাস্কের একাধিক টুইটের মাধ্যমে। ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল কংগ্রেস বিলকে তিনি ‘জঘন্য ও লজ্জাজনক’ বলেছেন। এরপর তিনি দাবি করেন, ট্রাম্পের নাম জেফরি এপস্টেইনের গোপন নথিতে আছে।
জবাবে ট্রাম্প অবশ্য মাস্ককে ‘পাগল’ হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাস্কের প্রতি তিনি রাগান্বিত নন, তবে হতাশ। এমনকি তিনি তাঁর টেসলা গাড়িটি বিক্রি করে দেওয়ার কথাও ভাবছেন—মাস্ককে সমর্থন জানাতে ইতিপূর্বে তিনি গাড়িটি কিনেছিলেন।
ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রযুক্তিমহল যখন উত্তাল, তখন এক অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এসেছে মাস্কের বিচ্ছিন্ন মেয়ে ভিভিয়ান জেনা উইলসনের পক্ষ থেকে।
বাবার বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকবারই প্রকাশ্যে সমালোচনায় মুখর হয়েছেন ২১ বছর বয়সী ভিভিয়ান। এবার তিনি ইনস্টাগ্রামে নিজের হাসির একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কথা প্রমাণিত হওয়ায় আমি আনন্দিত।’ মাস্ক বা ট্রাম্পের নাম উল্লেখ না করলেও ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না।’ এর পরই তিনি হাসিতে ফেটে পড়েন।
থ্রেডস প্ল্যাটফর্মেও এক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনে এত সৌন্দর্য’, সঙ্গে ছিল চেইস আইকনের ‘জব অ্যাপ্লিকেশন’ গান। এর পরের পোস্টে শুধু লিখেছেন, ‘আজকের আবহাওয়াটা দারুণ।’
২০২২ সালের ২২ জুন ক্যালিফোর্নিয়ার একটি আদালতে আইনিভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করেন ভিভিয়ান এবং মাস্কের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন। আদালতে তিনি জানিয়েছিলেন, ‘আমি আর আমার জৈবিক বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনোভাবেই না।’
ইলন মাস্ক অবশ্য মেয়ের সঙ্গে বিচ্ছেদের জন্য ‘ওয়োক মাইন্ড ভাইরাস’কে দায়ী করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ছলনার শিকার হয়েছিলাম। আমি আমার ছেলেকে হারিয়েছি। একেই তো ডেডনেইমিং বলে। কারণ, সে আর নেই।’
এদিকে মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে মাস্কের একাধিক টুইটের মাধ্যমে। ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল কংগ্রেস বিলকে তিনি ‘জঘন্য ও লজ্জাজনক’ বলেছেন। এরপর তিনি দাবি করেন, ট্রাম্পের নাম জেফরি এপস্টেইনের গোপন নথিতে আছে।
জবাবে ট্রাম্প অবশ্য মাস্ককে ‘পাগল’ হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাস্কের প্রতি তিনি রাগান্বিত নন, তবে হতাশ। এমনকি তিনি তাঁর টেসলা গাড়িটি বিক্রি করে দেওয়ার কথাও ভাবছেন—মাস্ককে সমর্থন জানাতে ইতিপূর্বে তিনি গাড়িটি কিনেছিলেন।
গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের একটি পরিকল্পনা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার, এ নিয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।
৩৭ মিনিট আগেসারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২ ঘণ্টা আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
৩ ঘণ্টা আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
৪ ঘণ্টা আগে