Ajker Patrika

অস্থায়ী বিদেশি শ্রমিক কমাবে কানাডা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২২: ৩০
অস্থায়ী বিদেশি শ্রমিক কমাবে কানাডা

অস্থায়ী বিদেশি শ্রমিকের সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। নানা কারণেই এই শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে জাস্টিন ট্রুডোর সরকারের তরফ থেকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সংখ্যা ৬৫ হাজারো হতে পারে।

শ্রমিক সংকটের কারণে ২০২২ সালে বিভিন্ন দেশ থেকে কানাডায় যাওয়া সাধারণ মানুষকে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়। লক্ষ্য ছিল সেসব জায়গায় পর্যাপ্ত শ্রমিক নেই এবং যেসব জায়গায় কানাডার নাগরিকেরা কাজ করেন না সেখানে অস্থায়ী বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে।

তবে দুই বছর পার না হতেই নিজেদের অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। দেশটি অস্থায়ী শ্রমিকের সংখ্যা কমিয়ে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে। এই সংখ্যাটি ৬৫ হাজার হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২২ সালের ওই প্রোগ্রামের আওতায় অস্থায়ী বাসিন্দারা স্বল্প সময়ের জন্য কাজের সুযোগ পান। এটি হাতে নেওয়ার পর কানাডায় অস্থায়ী নাগরিকের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। এ ছাড়া প্রোগ্রামটি সমালোচনারও মুখে পড়ে। কারণ এর মাধ্যমে অনেক মানুষ কম বেতনে কাজ করতে বাধ্য হন। জাতিসংঘের একজন বিশেষ দূত কানাডার এই কার্যক্রমকে ‘বর্তমান সময়ের দাসত্ব’ হিসেবে অভিহিত করেছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তাঁর মন্ত্রিসভা স্থায়ী শ্রমিকদের সংখ্যাও কমানোর কথাও বিবেচনা করছে। ট্রুডো আগামী বছর প্রত্যাশিত নির্বাচনের আগে ভোটের ময়দানে পিছিয়ে আছেন কারণ, কানাডিয়ানদের ক্রমবর্ধমান অংশ বলছে কানাডা অনেক বেশি অভিবাসী আনছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত