Ajker Patrika

পাঁচ বছরে জুয়ায় সাড়ে ২৪ হাজার কোটি ডলার খুইয়েছেন মার্কিনিরা

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১১: ৩৪
পাঁচ বছরে জুয়ায় সাড়ে ২৪ হাজার কোটি ডলার খুইয়েছেন মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে জুয়া খেলার প্রবণতা ক্রমেই বাড়ছে। মাত্রা এতটাই বেশি যে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জুয়ার প্রতি এই আসক্তি অক্টোপাসের মতো আটকে ধরতে পারে, যা থেকে সহজেই মুক্তি মিলবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত পাঁচ বছরে মার্কিনিরা সাড়ে ২৪ হাজার কোটি ডলার হারিয়েছেন জুয়া খেলে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জুয়ার খেলা ওপর আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করে। তার পর থেকেই যুক্তরাষ্ট্রে জুয়া খেলার প্রবণতা বেড়ে গেছে। এই নিষেধাজ্ঞা শিথিলের আগে জুয়াড়িদের জুয়া খেলার জন্য বাধ্য হয়ে নেভাদা, ডেলাওয়্যার, অরেগন ও মন্টানায় যেতে হতো। কারণ, এসব অঙ্গরাজ্যে জুয়ার ব্যাপারে বিধিনিষেধ ছিল না বললেই চলে। 

 ১৯৯২ সালে এসব এলাকায় জুয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রতিবছরই বিপুল পরিমাণ মুনাফা করেছে, যার মধ্যে ২০২২ সালেই এককভাবে ১২ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে, এখন ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য খেলায় বাজি ধরা বৈধ ওয়াশিংটনসহ ৩৪টি অঙ্গরাজ্যে। পাশাপাশি এসব এলাকায় অনলাইন জুয়াও বৈধ। অনলাইন জুয়া থেকে ৩৪০ কোটি ডলার কর পেয়েছে মার্কিন সরকার।

যুক্তরাজ্যকে পেছনে ফেলে অনলাইন জুয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই এখন সবচেয়ে বড় অনলাইন জুয়ার বাজার। এই জুয়ার বাজার বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শঙ্কাও। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, আগামী দিনে বিষয়টি জাতীয় সংকটে পরিণত হতে পারে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্সিল অন প্রবলেম গ্যাম্বলিংয়ের হেল্পলাইনে জুয়াসংক্রান্ত ঝামেলার বিষয়ে কল করার হার ২০২২ সালের তুলনায় ২১ শতাংশ বেড়েছ। এর মধ্যে চলতি বছরের মার্চ মাসেই কেবল ৩০ হাজার কল এবং খুদেবার্তা পেয়েছে সংস্থাটি। 

নিউ জার্সি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিসের একটি জরিপে উঠে এসেছে যে, অঙ্গরাজ্যটিতে জুয়ার কারণে সামগ্রিকভাবে জীবন বিপর্যস্ত হয়েছে এমন মানুষের বা জুয়াড়ির সংখ্যা আগের চেয়ে অন্তত ২০ শতাংশ বেড়েছে। এই জরিপ গুরুত্বপূর্ণ, কারণ প্রথম যেসব অঙ্গরাজ্যে অনলাইন জুয়া বৈধ করা হয়, সেগুলোর মধ্যে নিউ জার্সি একটি। পেনসিলভানিয়ার ৩৬ দশমিক ৭ শতাংশ জুয়াড়ি কোনো না কোনোভাবে জুয়ার কারণে স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত