খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায়, বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণন ও মিনেসোটাভিত্তিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কারগিল। গতকাল সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলতি বছর শুরু হয়েছিল।
ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, কারগিল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি এবং বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য, মাংস এবং অন্যান্য কৃষিপণ্য বিতরণের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। ২০২৩ সাল থেকে ব্রায়ান সাইকস প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিড-১৯ মহামারি এবং তার পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক লাভ অর্জন করেছিল। তবে বর্তমানে খাদ্যপণ্যের মূল্য কমছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি দপ্তর। অন্যদিকে, উত্তর আমেরিকায় গরুর মাংস প্রক্রিয়াকরণের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হলো কারগিল।
ব্লুমবার্গ এই বছরের শুরুতে একটি প্রতিবেদনে জানিয়েছিল, মে মাসে শেষ হওয়া অর্থবছরে দৈত্যকার এই প্রতিষ্ঠানটির মুনাফা ২৪৮ কোটি ডলারে নেমে এসেছে। যা ২০১৬ সালের পর প্রতিষ্ঠানটির সর্বনিম্ন মুনাফা এবং ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত রেকর্ড মুনাফা ৬৭০ কোটি ডলারের অর্ধেকেরও কম।
২০২৪ সালের তথ্য অনুযায়ী কারগিলের কর্মী সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই হতে পারে।
জুন মাসে, কারগিল ঘোষণা করেছিল যে তারা আটলান্টায় একটি হাব খুলছে এবং ৪০০টি প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কিত পদে নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, ‘ভবিষ্যতের কথা ভেবে আমরা একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করেছি, যাতে আমরা আমাদের কাজের ধরন পরিবর্তন ও শক্তিশালী করতে পারি।’
খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায়, বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণন ও মিনেসোটাভিত্তিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কারগিল। গতকাল সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলতি বছর শুরু হয়েছিল।
ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, কারগিল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি এবং বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য, মাংস এবং অন্যান্য কৃষিপণ্য বিতরণের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। ২০২৩ সাল থেকে ব্রায়ান সাইকস প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিড-১৯ মহামারি এবং তার পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক লাভ অর্জন করেছিল। তবে বর্তমানে খাদ্যপণ্যের মূল্য কমছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি দপ্তর। অন্যদিকে, উত্তর আমেরিকায় গরুর মাংস প্রক্রিয়াকরণের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হলো কারগিল।
ব্লুমবার্গ এই বছরের শুরুতে একটি প্রতিবেদনে জানিয়েছিল, মে মাসে শেষ হওয়া অর্থবছরে দৈত্যকার এই প্রতিষ্ঠানটির মুনাফা ২৪৮ কোটি ডলারে নেমে এসেছে। যা ২০১৬ সালের পর প্রতিষ্ঠানটির সর্বনিম্ন মুনাফা এবং ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত রেকর্ড মুনাফা ৬৭০ কোটি ডলারের অর্ধেকেরও কম।
২০২৪ সালের তথ্য অনুযায়ী কারগিলের কর্মী সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই হতে পারে।
জুন মাসে, কারগিল ঘোষণা করেছিল যে তারা আটলান্টায় একটি হাব খুলছে এবং ৪০০টি প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কিত পদে নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, ‘ভবিষ্যতের কথা ভেবে আমরা একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করেছি, যাতে আমরা আমাদের কাজের ধরন পরিবর্তন ও শক্তিশালী করতে পারি।’
রাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
৪৪ মিনিট আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেনানা নাটকীয়তার পর আবারও চালু হতে যাচ্ছে জনপ্রিয় মার্কিন কমেডিয়ান জিমি কিমেলের লেট নাইট শো জিমি কিমেল লাইভ। আজ মঙ্গলবার, ডিজনি মালিকানাধীন টিভি চ্যানেল এবিসিতে দেখা যাবে শোটি। গতকাল সোমবার ডিজনি এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১ ঘণ্টা আগেফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
৩ ঘণ্টা আগে