Ajker Patrika

বিক্ষোভ দমাতে কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশ

আপডেট : ০১ মে ২০২৪, ০৯: ৪৬
বিক্ষোভ দমাতে কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলি আগ্রাসনবিরোধী আন্দোলনের সূতিকাগার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়টির একটি হল দখল করার প্রায় ২৪ ঘণ্টা পর আরও কঠোর পথে হাঁটল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহেরও বেশি সময় আগে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী ও শিক্ষক। ক্রমেই সেই আন্দোলন বড় হতে থাকে এবং যুক্তরাষ্ট্রের আরও প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ে। 

আন্দোলনের শুরু থেকেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর মনোভাব দেখিয়েছে। বিক্ষোভকারীরা হল দখলের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক করে নির্দেশ জারি করেছিল যে, আন্দোলন শেষ না করলে অংশগ্রহণকারীদের ছাত্রত্ব স্থগিত করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুমকি আমলে না নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। সর্বশেষ তাঁরা একটি হলও দখল করে নিয়েছেন। 

এবার বিক্ষোভকারীদের কাছ থেকে হল পুনরুদ্ধার করে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে’ কলাম্বিয়া ক্যাম্পাসে প্রবেশ করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কলাম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিলটন হল দখল করে নেন বিক্ষোভকারীরা। পুলিশ বলছে, ‘আমরা এটি খালি করতে যাচ্ছি।’ 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভে প্রকম্পিত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস। গত ১৭ এপ্রিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদকারী শিক্ষার্থীদের সরাতে ক্যাম্পাসে নিউইয়র্ক পুলিশ প্রবেশ করে এক শর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পর বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রজুড়ে। গত এক সপ্তাহে পুলিশ ৫৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত