ঢাকা: কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি ভেনেজুয়েলার সীমান্ত দিয়ে নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুটায় যাচ্ছিল। খবর বিবিসির
প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি।
স্থানীয় সংবাদপত্র সেমানা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাটিতে নামার সময় এতে গুলি চালানো হয় এবং আশপাশের বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়েছেন।
প্রেসিডেন্ট দুকে এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেছেন, এ হামলায় তিনি মোটেই ভীত নন।
এক ভিডিও টুইট বার্তায় প্রেসিডেন্ট দুকে বলেন, ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলা করার মতো শক্তি কলম্বিয়ার রয়েছে। হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে নিরাপত্তা বাহিনী।’
উল্লেখ্য, ঘটনাস্থল কাটাটুম্বো এলাকার নিয়ন্ত্রণ বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) হাতে। ১৯৬৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জমি এবং সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে কাজ করে থাকে। তারাই দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। যদিও কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে থাকে।
এর আগে চলতি মাসের শুরুতে কুকুটার সামরিক ঘাঁটিতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মার্কিন সামরিক উপদেষ্টাসহ ৩৬ জন আহত হন। হামলার দায় ইএলএনের ওপর চালানো হলেও সংগঠনটি এই দায় অস্বীকার করে।
ঢাকা: কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি ভেনেজুয়েলার সীমান্ত দিয়ে নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুটায় যাচ্ছিল। খবর বিবিসির
প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি।
স্থানীয় সংবাদপত্র সেমানা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাটিতে নামার সময় এতে গুলি চালানো হয় এবং আশপাশের বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়েছেন।
প্রেসিডেন্ট দুকে এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেছেন, এ হামলায় তিনি মোটেই ভীত নন।
এক ভিডিও টুইট বার্তায় প্রেসিডেন্ট দুকে বলেন, ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলা করার মতো শক্তি কলম্বিয়ার রয়েছে। হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে নিরাপত্তা বাহিনী।’
উল্লেখ্য, ঘটনাস্থল কাটাটুম্বো এলাকার নিয়ন্ত্রণ বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) হাতে। ১৯৬৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জমি এবং সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে কাজ করে থাকে। তারাই দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। যদিও কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে থাকে।
এর আগে চলতি মাসের শুরুতে কুকুটার সামরিক ঘাঁটিতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মার্কিন সামরিক উপদেষ্টাসহ ৩৬ জন আহত হন। হামলার দায় ইএলএনের ওপর চালানো হলেও সংগঠনটি এই দায় অস্বীকার করে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৭ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৮ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১০ ঘণ্টা আগে