Ajker Patrika

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ কংগ্রেস কমিটির

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১১: ৩৩
ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ কংগ্রেস কমিটির

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার দফা ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে কংগ্রেসের তদন্ত কমিটি। অভিযোগগুলো প্রমাণিত হলে ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে ট্রাম্পের। 

বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) কয়েক শ পৃষ্ঠার পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন এক বিবৃতিতে জানান, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার বিষয়ে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে। 

অভিযোগগুলো হলো, বিদ্রোহে প্ররোচিত ও ইন্ধন দেওয়া, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা ও মিথ্যা বক্তব্য দেওয়া। এসব অভিযোগের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন ও প্রমাণিত হলে অন্তত ৪০ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। আর এমন হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। ওই দিনই ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ হামলায় কয়েকজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে। 

এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। হামলার ঘটনায় কংগ্রেসের পাশাপাশি বিচার বিভাগের পৃথক একটা তদন্ত চলমান রয়েছে। যদিও ক্ষমতাসীন দলের তদন্ত কমিটির এই সুপারিশ মানতে বাধ্য নয় বিচার বিভাগ। এ বিষয়ে জেমি রাসকিন রাসকিন বলেন, সুপারিশের জন্য প্রচুর প্রমাণ তাঁদের হাতে আছে। 

সোমবার কংগ্রেস কমিটির সবশেষ বৈঠকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন। 

এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে ট্রাম্পের এক মুখপাত্র তদন্ত কমিটির কড়া সমালোচনা করে একে গণতন্ত্রের প্রতি ‘উপহাস’ আখ্যা দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত