তাইওয়ানকে চাপে রাখার উদ্দ্যেশ্যে চীন যে ‘নিউ নরমাল’ প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে তা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
পেলোসি চীনের সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমরা চীনের ব্যাপারে যা দেখেছি তা হলো—তাঁরা একটি নিউ নরমাল পরিস্থিতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং আমরা এটা হতে দিতে পারি না।’ তবে পেলোসির সর্বশেষ এই ঘোষণা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
পেলোসি আরও বলেছেন, ‘আমরা সেখানে (তাইওয়ানে) চীন নিয়ে কথা বলতে যাইনি। আমরা সেখানে গিয়েছিলাম তাইওয়ানের প্রশংসা করতে এবং আমরা সেখানে গিয়েছিলাম আমাদের বন্ধুত্ব দেখানোর জন্য। চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারে না। ”
পেলোসি সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এই সফরটি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে—মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি অটুট।’
চীন গত বুধবার তাইওয়ানকে ঘিরে সপ্তাহব্যাপী সরাসরি সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করে। দেশটি জানায় তাঁরা তাদের সামরিক মহড়া ‘সফলভাবে শেষ করেছে’। তাইওয়ানে পেলোসির বিতর্কিত সফরের পর বেইজিং এই সামরিক মহড়ার ঘোষণা দেয়। পেলোসির সফরের আগে থেকেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কথার যুদ্ধ চলছিল। তবে বাগ্যুদ্ধ উপেক্ষা করেই তাইওয়ান সফর করেন পেলোসি।
এর আগেও, ন্যান্সি পেলোসি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনোই তাইওয়ানকে এক ঘরে করার সুযোগ দেবে না চীনকে। পেলোসি তাঁর তাইওয়ান সফরের যথার্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তাঁর তাইওয়ান সফর অতি অবশ্যই যথার্থ ছিল এবং যুক্তরাষ্ট্র কোনো ভাবেই তাইওয়ানকে একঘরে ফেলার কোনো সুযোগ দেবে না। তিনি বলেন, ‘আমরা চীন সরকারকে তাইওয়ানকে একঘরে ফেলার কোনো সুযোগ দিতে চাই না।’
তাইওয়ানকে চাপে রাখার উদ্দ্যেশ্যে চীন যে ‘নিউ নরমাল’ প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে তা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
পেলোসি চীনের সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমরা চীনের ব্যাপারে যা দেখেছি তা হলো—তাঁরা একটি নিউ নরমাল পরিস্থিতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং আমরা এটা হতে দিতে পারি না।’ তবে পেলোসির সর্বশেষ এই ঘোষণা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
পেলোসি আরও বলেছেন, ‘আমরা সেখানে (তাইওয়ানে) চীন নিয়ে কথা বলতে যাইনি। আমরা সেখানে গিয়েছিলাম তাইওয়ানের প্রশংসা করতে এবং আমরা সেখানে গিয়েছিলাম আমাদের বন্ধুত্ব দেখানোর জন্য। চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারে না। ”
পেলোসি সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এই সফরটি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে—মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি অটুট।’
চীন গত বুধবার তাইওয়ানকে ঘিরে সপ্তাহব্যাপী সরাসরি সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করে। দেশটি জানায় তাঁরা তাদের সামরিক মহড়া ‘সফলভাবে শেষ করেছে’। তাইওয়ানে পেলোসির বিতর্কিত সফরের পর বেইজিং এই সামরিক মহড়ার ঘোষণা দেয়। পেলোসির সফরের আগে থেকেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কথার যুদ্ধ চলছিল। তবে বাগ্যুদ্ধ উপেক্ষা করেই তাইওয়ান সফর করেন পেলোসি।
এর আগেও, ন্যান্সি পেলোসি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনোই তাইওয়ানকে এক ঘরে করার সুযোগ দেবে না চীনকে। পেলোসি তাঁর তাইওয়ান সফরের যথার্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তাঁর তাইওয়ান সফর অতি অবশ্যই যথার্থ ছিল এবং যুক্তরাষ্ট্র কোনো ভাবেই তাইওয়ানকে একঘরে ফেলার কোনো সুযোগ দেবে না। তিনি বলেন, ‘আমরা চীন সরকারকে তাইওয়ানকে একঘরে ফেলার কোনো সুযোগ দিতে চাই না।’
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৮ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে