কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিস্ফোরক হামলায় সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দায়িত্ব নেওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কলম্বিয়ার এম-১৯ গেরিলার একজন সাবেক সদস্য ছিলেন পেট্রো। তিনি বামপন্থী ইএলএন বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে ‘পুরোপুরি শান্তি’ অর্জনের অঙ্গীকার করেছিলেন। এ ক্ষেত্রে তিনি সাবেক ফার্ক গেরিলা যোদ্ধাদের সঙ্গে ২০১৬ সালে করা শান্তিচুক্তি প্রয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যোদ্ধারা।
পেট্রো টুইটারে প্রথমে আটজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলেছিলেন, ‘হুইলার সান লুইসে বিস্ফোরক দিয়ে চালানো হামলাকে আমি তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। এ ধরনের হামলা শান্তি নষ্ট করে। এটি স্পষ্ট নাশকতা।’ পরে অবশ্য তিনি তাঁর পোস্ট সংশোধন করেছেন।
দেশটির পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, পুলিশ কর্মকর্তারা একটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা করা হয়েছে। নিহত সাত পুলিশ কর্মকর্তার মধ্যে তিনজনের বয়স ২০ বা তারও কম। এ ছাড়া এ হামলায় একজন আহত হয়েছেন।
হামলার পর পেট্রো তাঁর প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে আঞ্চলিক রাজধানী নেভায় গিয়েছেন।
রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট পেট্রো হামলাকারীদের নাম উল্লেখ করেননি। তবে নিরাপত্তা সূত্রে জানা গেছে, তথাকথিত আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীরা এই এলাকায় সক্রিয় রয়েছে। সম্প্রতি সীমান্তের ওপারে ভেনেজুয়েলায় যুদ্ধে বেশ কয়েকজন ফার্ক বিদ্রোহী নিহত হয়েছেন।
কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী মিলিশিয়া এবং মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিস্ফোরক হামলায় সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দায়িত্ব নেওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কলম্বিয়ার এম-১৯ গেরিলার একজন সাবেক সদস্য ছিলেন পেট্রো। তিনি বামপন্থী ইএলএন বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে ‘পুরোপুরি শান্তি’ অর্জনের অঙ্গীকার করেছিলেন। এ ক্ষেত্রে তিনি সাবেক ফার্ক গেরিলা যোদ্ধাদের সঙ্গে ২০১৬ সালে করা শান্তিচুক্তি প্রয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যোদ্ধারা।
পেট্রো টুইটারে প্রথমে আটজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলেছিলেন, ‘হুইলার সান লুইসে বিস্ফোরক দিয়ে চালানো হামলাকে আমি তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। এ ধরনের হামলা শান্তি নষ্ট করে। এটি স্পষ্ট নাশকতা।’ পরে অবশ্য তিনি তাঁর পোস্ট সংশোধন করেছেন।
দেশটির পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, পুলিশ কর্মকর্তারা একটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা করা হয়েছে। নিহত সাত পুলিশ কর্মকর্তার মধ্যে তিনজনের বয়স ২০ বা তারও কম। এ ছাড়া এ হামলায় একজন আহত হয়েছেন।
হামলার পর পেট্রো তাঁর প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে আঞ্চলিক রাজধানী নেভায় গিয়েছেন।
রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট পেট্রো হামলাকারীদের নাম উল্লেখ করেননি। তবে নিরাপত্তা সূত্রে জানা গেছে, তথাকথিত আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীরা এই এলাকায় সক্রিয় রয়েছে। সম্প্রতি সীমান্তের ওপারে ভেনেজুয়েলায় যুদ্ধে বেশ কয়েকজন ফার্ক বিদ্রোহী নিহত হয়েছেন।
কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী মিলিশিয়া এবং মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৪ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৬ ঘণ্টা আগে