যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে কানাডা। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, জেনেভায় ডব্লিউটিওতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত নাদিয়া থিওডোর আজ বুধবার এক বিবৃতিতে এই অভিযোগের বিষয়ে জানান।
বিবৃতিতে কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আমাদের জন্য কোনো বিকল্প রাখেনি। আমাদের স্বার্থরক্ষায় আমরা এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।’
ডব্লিউটিওর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘অভিযোগ’ করে পরামর্শ চেয়েছে কানাডা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছেন। একই সঙ্গে চীনা পণ্যের ওপরও ১০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। ট্রাম্পের অভিযোগ, এই দেশগুলো যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও এর রাসায়নিক উপাদানের চোরাচালান বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি।
রাষ্ট্রদূত নাদিয়া থিওডোর বলেন, ‘দেশের স্বার্থে প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান বজায় রাখে। আজ কানাডার স্বার্থরক্ষায় আমি আমার ভূমিকা পালন করেছি এবং যুক্তরাষ্ট্রের ‘‘অযৌক্তিক শুল্ক’’ নিয়ে ডব্লিউটিওর কাছে আনুষ্ঠানিক পরামর্শ চেয়েছি।’
ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দুই পক্ষের চলমান সমস্যার সমাধান না হলে কানাডা আনুষ্ঠানিকভাবে বিচারিক প্যানেল গঠনের আবেদন করতে পারবে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের শুল্কনীতির তীব্র সমালোচনা করে একে ‘অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘ট্রাম্প যে অজুহাত দিয়ে আজ এই শুল্ক আরোপ করেছেন, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও অবৈধ।’
প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে কানাডাও ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রুডো বলেছেন, ‘আমরা এই লড়াই থেকে পিছু হটব না। আমরা আমেরিকান পণ্য বর্জন করব। কানাডিয়ান জনগণ এখন থেকে প্রতিরোধ শুরু করেছে।’
এ ছাড়া ১২৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত পণ্যের ওপর আরও শুল্ক আসছে, যা ২১ দিনের মধ্যে কার্যকর হবে। সাম্প্রতিক ক্রীড়া ইভেন্টগুলোতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বর্জন ও তীব্র প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিও তুলে ধরেন তিনি।
তবে কানাডার প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেন। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘গভর্নর ট্রুডোকে জানিয়ে দিন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে, তাহলে আমরাও তাৎক্ষণিকভাবে সমপরিমাণ শুল্ক আরোপ করব।’
এর আগে গত ৫ ফেব্রুয়ারি মার্কিন ১০ শতাংশ শুল্ককে চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে চীন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে কানাডা। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, জেনেভায় ডব্লিউটিওতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত নাদিয়া থিওডোর আজ বুধবার এক বিবৃতিতে এই অভিযোগের বিষয়ে জানান।
বিবৃতিতে কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আমাদের জন্য কোনো বিকল্প রাখেনি। আমাদের স্বার্থরক্ষায় আমরা এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।’
ডব্লিউটিওর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘অভিযোগ’ করে পরামর্শ চেয়েছে কানাডা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছেন। একই সঙ্গে চীনা পণ্যের ওপরও ১০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। ট্রাম্পের অভিযোগ, এই দেশগুলো যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও এর রাসায়নিক উপাদানের চোরাচালান বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি।
রাষ্ট্রদূত নাদিয়া থিওডোর বলেন, ‘দেশের স্বার্থে প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান বজায় রাখে। আজ কানাডার স্বার্থরক্ষায় আমি আমার ভূমিকা পালন করেছি এবং যুক্তরাষ্ট্রের ‘‘অযৌক্তিক শুল্ক’’ নিয়ে ডব্লিউটিওর কাছে আনুষ্ঠানিক পরামর্শ চেয়েছি।’
ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দুই পক্ষের চলমান সমস্যার সমাধান না হলে কানাডা আনুষ্ঠানিকভাবে বিচারিক প্যানেল গঠনের আবেদন করতে পারবে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের শুল্কনীতির তীব্র সমালোচনা করে একে ‘অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘ট্রাম্প যে অজুহাত দিয়ে আজ এই শুল্ক আরোপ করেছেন, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও অবৈধ।’
প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে কানাডাও ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রুডো বলেছেন, ‘আমরা এই লড়াই থেকে পিছু হটব না। আমরা আমেরিকান পণ্য বর্জন করব। কানাডিয়ান জনগণ এখন থেকে প্রতিরোধ শুরু করেছে।’
এ ছাড়া ১২৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত পণ্যের ওপর আরও শুল্ক আসছে, যা ২১ দিনের মধ্যে কার্যকর হবে। সাম্প্রতিক ক্রীড়া ইভেন্টগুলোতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বর্জন ও তীব্র প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিও তুলে ধরেন তিনি।
তবে কানাডার প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেন। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘গভর্নর ট্রুডোকে জানিয়ে দিন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে, তাহলে আমরাও তাৎক্ষণিকভাবে সমপরিমাণ শুল্ক আরোপ করব।’
এর আগে গত ৫ ফেব্রুয়ারি মার্কিন ১০ শতাংশ শুল্ককে চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে চীন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে