Ajker Patrika

‘ক্রিমিয়া ইস্যুতে ভয়াবহ ভুল করেছে পশ্চিমারা’

‘ক্রিমিয়া ইস্যুতে ভয়াবহ ভুল করেছে পশ্চিমারা’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করতে দিয়ে পশ্চিমারা ভয়াবহ ভুল করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফে লেখা একটি কলামে এমন মন্তব্য করেন জনসন। 

ওই কলামে জনসন বলেন, ক্রেমলিনের ‘গুন্ডামি’ বন্ধ করতে রাশিয়ান তেল ও গ্যাসের ওপর পশ্চিমের নির্ভরতা শেষ করা অত্যাবশ্যক ছিল। 

এরই মধ্যে যুক্তরাজ্য রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। একটি নতুন আইনের অধীনে আরও প্রায় ১০০ রুশ ব্যক্তিকে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেবে বলে ধারণা করা হচ্ছে। 

 কলামে জনসন আরও বলেন, প্রেসিডেন্ট পুতিনের নিরবচ্ছিন্ন ব্ল্যাকমেল বন্ধ করার একমাত্র উপায় ছিল রাশিয়ান জীবাশ্ম জ্বালানির ওপর পশ্চিমা নির্ভরতা শেষ করা। যদিও এটি পশ্চিমাদের জন্য কষ্টের হতো। 

 রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। 

 যুক্তরাজ্য ২০২২ সালের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দেবে বলেও কলামে জানান বরিস জনসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত