ইউক্রেনে রুশ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় দেশটির প্রেসিডেন্টসহ সরকারের নেতৃত্বদের ‘বোকা’ বলে আখ্যা দিয়ে এক হাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার স্বেচ্ছা রাজনৈতিক নির্বাসন থেকে বেরিয়ে এসে ইউক্রেন সংকটে ন্যাটো ও মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ৮৬ মিনিটব্যাপী দীর্ঘ বক্তব্যে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন কারচুপি হয়েছে এমন দাবিরও পুনরাবৃত্তি করেন।
এ দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলাকে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘দুর্বলতা’ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বুদ্ধি’র প্রশংসা করেছেন।
ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, ‘সবাই জানেন, আমাদের নির্বাচনে কারচুপি না করা হলে এই ভয়াবহ বিপর্যয় কখনই ঘটত না।’ ন্যাটো তাঁর ‘বুদ্ধিমান’ প্রতিপক্ষকে টুকরো টুকরো করা বদলে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েই পার পেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘পুতিন বুদ্ধিমান তা সমস্যা নয়; তিনি অবশ্যই স্মার্ট। কিন্তু সমস্যা হলো—আমাদের নেতারা আসলে বোকা।’
এদিকে, বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে জেলেনস্কি বলেন, মিনস্ক সম্ভাব্য স্থান হতে পারত যদি রাশিয়া বেলারুশীয় ভূখণ্ড থেকে ইউক্রেন আক্রমণ না করত। তবে বেলারুশ ছাড়া অন্য কোনো স্থানে আলোচনা সম্ভব বলে জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা মিলিত হতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, ব্রাটিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকুতে আলোচনা হতে পারে।
ইউক্রেনে রুশ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় দেশটির প্রেসিডেন্টসহ সরকারের নেতৃত্বদের ‘বোকা’ বলে আখ্যা দিয়ে এক হাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার স্বেচ্ছা রাজনৈতিক নির্বাসন থেকে বেরিয়ে এসে ইউক্রেন সংকটে ন্যাটো ও মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ৮৬ মিনিটব্যাপী দীর্ঘ বক্তব্যে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন কারচুপি হয়েছে এমন দাবিরও পুনরাবৃত্তি করেন।
এ দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলাকে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘দুর্বলতা’ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বুদ্ধি’র প্রশংসা করেছেন।
ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, ‘সবাই জানেন, আমাদের নির্বাচনে কারচুপি না করা হলে এই ভয়াবহ বিপর্যয় কখনই ঘটত না।’ ন্যাটো তাঁর ‘বুদ্ধিমান’ প্রতিপক্ষকে টুকরো টুকরো করা বদলে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েই পার পেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘পুতিন বুদ্ধিমান তা সমস্যা নয়; তিনি অবশ্যই স্মার্ট। কিন্তু সমস্যা হলো—আমাদের নেতারা আসলে বোকা।’
এদিকে, বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে জেলেনস্কি বলেন, মিনস্ক সম্ভাব্য স্থান হতে পারত যদি রাশিয়া বেলারুশীয় ভূখণ্ড থেকে ইউক্রেন আক্রমণ না করত। তবে বেলারুশ ছাড়া অন্য কোনো স্থানে আলোচনা সম্ভব বলে জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা মিলিত হতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, ব্রাটিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকুতে আলোচনা হতে পারে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৩ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৩ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
৩ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৩ ঘণ্টা আগে