রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোরা মধ্য দিয়ে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন। এমনটাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জো বাইডেন ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন জো বাইডেন। বিষয়টির কড়া সমালোচনা করেছেন বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম মনোনয়নপ্রত্যাশী রবার্ট এফ কেনেডি।
গতকাল শুক্রবার কেনেডি এক টুইটে বলেন, ‘বাইডেন তাঁর পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি এ সময় বলেন, প্রেসিডেন্টের উচিত বিশ্বজুড়ে সামরিক শ্রেষ্ঠত্ব হাসিলের চেষ্টার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
ইউরোপে তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমি চাই জনগণ বুঝুক, কেন এই সেনা মোতায়েন। এটি মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা জন্যই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিয়েভের সঙ্গে মস্কোর যে দ্বন্দ্ব, সেখান থেকে সুবিধা নিয়ে মস্কোকে পরাজিত করার যে চিন্তা বাইডেন প্রশাসন করছে তা মূলত নিরর্থক ভূ-রাজনৈতিক কল্পনা।’
যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিনির্ধারকেরা ওয়াশিংটনে বসে ইউক্রেনের যুদ্ধকে নিয়ন্ত্রণ করার কারণেই এরই মধ্যে কয়েক হাজার ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার বদলে এখন মার্কিনিদের জীবন কেড়ে নেওয়ার পাঁয়তারা করছে।
এর আগে, গত বৃহস্পতিবার বাইডেন ইউরোপে আরও তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমতি দেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ চালু করে। সেই অপারেশনকে আরও শক্তিশালী করতেই এই অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হচ্ছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোরা মধ্য দিয়ে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন। এমনটাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জো বাইডেন ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন জো বাইডেন। বিষয়টির কড়া সমালোচনা করেছেন বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম মনোনয়নপ্রত্যাশী রবার্ট এফ কেনেডি।
গতকাল শুক্রবার কেনেডি এক টুইটে বলেন, ‘বাইডেন তাঁর পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি এ সময় বলেন, প্রেসিডেন্টের উচিত বিশ্বজুড়ে সামরিক শ্রেষ্ঠত্ব হাসিলের চেষ্টার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
ইউরোপে তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমি চাই জনগণ বুঝুক, কেন এই সেনা মোতায়েন। এটি মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা জন্যই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিয়েভের সঙ্গে মস্কোর যে দ্বন্দ্ব, সেখান থেকে সুবিধা নিয়ে মস্কোকে পরাজিত করার যে চিন্তা বাইডেন প্রশাসন করছে তা মূলত নিরর্থক ভূ-রাজনৈতিক কল্পনা।’
যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিনির্ধারকেরা ওয়াশিংটনে বসে ইউক্রেনের যুদ্ধকে নিয়ন্ত্রণ করার কারণেই এরই মধ্যে কয়েক হাজার ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার বদলে এখন মার্কিনিদের জীবন কেড়ে নেওয়ার পাঁয়তারা করছে।
এর আগে, গত বৃহস্পতিবার বাইডেন ইউরোপে আরও তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমতি দেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ চালু করে। সেই অপারেশনকে আরও শক্তিশালী করতেই এই অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন সিনেটর মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার কারণে পুতিনের তিনটি জেট বিমানের জ্বালানি তেল কিনতে নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি টাকা) গুনতে হয়েছে পুতিনকে
১৭ মিনিট আগেআগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক কুচকাওয়াজ। এ দিন দেশটির পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত ড্রোন ও নতুন প্রজন্মের যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করবে।
১ ঘণ্টা আগেভারতীয় পার্লামেন্টে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। আজ বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থাপন করেছেন সংবিধান সংশোধনী (১৩০তম সংশোধনী) বিল-২০২৫। প্রস্তাবিত এই আইনের মূল কথা—কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি দুর্নীতি বা গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কমপক্ষে
৩ ঘণ্টা আগেবার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নতুন বড় অভিযানের প্রস্তুতির উদ্দেশ্যে ইসরায়েলি সেনারা ইতিমধ্যেই গাজা সিটির জাইতুন এবং জাবালিয়া এলাকায় কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই চিফ অব স্টাফ এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানটি ঠিক কবে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়।
৬ ঘণ্টা আগে