Ajker Patrika

আগস্টের শেষেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে : হোয়াইট হাউস 

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৩: ০১
আগস্টের শেষেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে : হোয়াইট হাউস 

আগামী আগস্টের শেষেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন,  প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে অনুভব করেছেন যে আফগানিস্তানের যুদ্ধ সামরিকভাবে জয় করা সম্ভব নয়। আগামী আগস্টের শেষেই সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। 

গতকাল শুক্রবার আফগানিস্তানের সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের কেন্দ্র ছিল বিশাল বাগরাম বিমান ঘাঁটি। ১৯৮০’র দশকে সোভিয়েত যুগে মস্কোর বানানো বাগরাম ঘাঁটি রাজধানী কাবুলের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত; আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন বাহিনী এখান থেকেই তালেবান ও অন্য জঙ্গিগোষ্ঠীগুলোর ওপর বেশির ভাগ বিমান হামলা চালাত। 

বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ নিয়ে তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই সেনা প্রত্যাহার আফগানদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পথকে প্রশস্ত করবে।  

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত