Ajker Patrika

বিশ্ব রেকর্ড গড়তে ‘ছুটির দিনে’ দল বেঁধে মাথায় অন্তর্বাস পরার পরিকল্পনা

বিশ্ব রেকর্ড গড়তে ‘ছুটির দিনে’ দল বেঁধে মাথায় অন্তর্বাস পরার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের আঞ্চলিক কোড নম্বর হলো ৩১৪। আর এই নম্বরটিকে স্মরণীয় করে রেখে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে এক অভিনব পন্থার আশ্রয় নিয়েছে স্থানীয় প্রশাসন। অভিনব এই পদ্ধতিটি হলো, স্থানীয় বাসিন্দারা একদিন মাথায় আন্ডারওয়্যার বা অন্তর্বাস পরে সমবেত হবেন একটি জায়গায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট লুইস শহরের সিটি মিউজিয়ামের কর্তৃপক্ষ চান, তাদের শহরে আগামী ১৪ মার্চ অন্তত ৩১৪ জন নাগরিক অন্তর্বাস পরে সমবেত হন। এর মধ্য দিয়ে যেমন তাদের সিটি কোড স্মরণীয় হয়ে থাকবে, একই সঙ্গে একটি বিশ্ব রেকর্ডও গড়া হবে। 

মাথায় অন্তর্বাস পরে বর্তমান বিশ্ব রেকর্ডটি ২৭০ জনের। ২০১২ সালে যুক্তরাষ্ট্রেরই আরেক অঙ্গরাজ্য ইলিনয়ের একটি বইয়ের দোকানে ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্ট’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাথায় অন্তর্বাস পরে সমবেত হয়েছিলেন ওই ২৭০ জন। 

নতুন বিশ্ব রেকর্ড গড়ার ব্যাপারে বেশ আশাবাদী সিটি মিউজিয়ামের কর্তৃপক্ষ। এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের রেকর্ড গড়ার জন্য মাত্র ২৭১ জন প্রয়োজন। কিন্তু আমরা ৩১৪ জন সমবেত হয়ে সেন্ট লুইসের প্রকৃত উদ্দীপনা তুলে ধরতে চাই।’ 

মজার এই রেকর্ড গড়ায় যারা অংশ নিতে চান, তাদের কাউকেই অন্তর্বাস সঙ্গে করে আনতে হবে না। মিজৌরি সিটি মিউজিয়াম কর্তৃপক্ষই এই অন্তর্বাস সরবরাহ করবে। বিষয়টি এরই মধ্যে সাধারণ জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত