গ্র্যামি জয়ী আমেরিকার র্যাপ গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক তিন সহকর্মী। লিজ্জো যখন গান গাইতেন ওই সহকর্মীরা তখন তার পেছনেই নাচ করতেন।
এ বিষয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে একটি সাধারণ মামলা হিসেবে নৃত্যশিল্পীদের অভিযোগটি নথিভুক্ত হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ক্লাবে লিজ্জো গান গাওয়ার সময় ওই তিন সহকর্মীকে নগ্ন হয়ে নাচার জন্য জোর করেছিলেন। পরবর্তীতে দল থেকে বরখাস্ত করার আগে ওই তিনজনের একজনকে ‘মোটা’ বলে ভর্ৎসনা করেছেন লিজ্জো, যদিও তিনি নিজেও অনেক মোটা এবং মোটা হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই প্রচার করে থাকেন।
প্ল্যান্টিফ অ্যারিয়ানা, ক্রিস্টাল উইলিয়ামস এবং নোয়েলে রদ্রিগেজ নামের ওই তিন নৃত্যশিল্পী যৌন হয়রানি ছাড়াও লিজ্জোর বিরুদ্ধে ধর্ম ও বর্ণ বিদ্বেষ, মারধর, অক্ষমদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মিথ্যা অভিযোগে জেল খাটানোর অভিযোগ এনেছেন।
এসব অভিযোগে পরিমাণ উল্লেখ না করলেও ক্ষতিপূরণ দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগে র্যাপ গায়িকা লিজ্জো প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ আছে—তাঁর প্রযোজনা সংস্থা বিগ গ্রিল বিগ ট্যুরিং ইনকর্পোরেটেড নামে পরিচিত এবং তাঁর নৃত্যশিল্পী দলের প্রধানের নাম শার্লিন কুইগলি।
লিজো এবং তাঁর দল সাবেক সহকর্মীদের অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
গ্র্যামি জয়ী আমেরিকার র্যাপ গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক তিন সহকর্মী। লিজ্জো যখন গান গাইতেন ওই সহকর্মীরা তখন তার পেছনেই নাচ করতেন।
এ বিষয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে একটি সাধারণ মামলা হিসেবে নৃত্যশিল্পীদের অভিযোগটি নথিভুক্ত হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ক্লাবে লিজ্জো গান গাওয়ার সময় ওই তিন সহকর্মীকে নগ্ন হয়ে নাচার জন্য জোর করেছিলেন। পরবর্তীতে দল থেকে বরখাস্ত করার আগে ওই তিনজনের একজনকে ‘মোটা’ বলে ভর্ৎসনা করেছেন লিজ্জো, যদিও তিনি নিজেও অনেক মোটা এবং মোটা হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই প্রচার করে থাকেন।
প্ল্যান্টিফ অ্যারিয়ানা, ক্রিস্টাল উইলিয়ামস এবং নোয়েলে রদ্রিগেজ নামের ওই তিন নৃত্যশিল্পী যৌন হয়রানি ছাড়াও লিজ্জোর বিরুদ্ধে ধর্ম ও বর্ণ বিদ্বেষ, মারধর, অক্ষমদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মিথ্যা অভিযোগে জেল খাটানোর অভিযোগ এনেছেন।
এসব অভিযোগে পরিমাণ উল্লেখ না করলেও ক্ষতিপূরণ দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগে র্যাপ গায়িকা লিজ্জো প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ আছে—তাঁর প্রযোজনা সংস্থা বিগ গ্রিল বিগ ট্যুরিং ইনকর্পোরেটেড নামে পরিচিত এবং তাঁর নৃত্যশিল্পী দলের প্রধানের নাম শার্লিন কুইগলি।
লিজো এবং তাঁর দল সাবেক সহকর্মীদের অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১৩ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩৪ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে