ঢাকা: ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এ হিসেবে করোনায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কার্যক্রম জোরদার, স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা না হলে শীতের শুরুতে এই প্রাদুর্ভাব আরও খারাপ হতে পারে।
এ পরিস্থিতিকে 'সংকটজনক' বলে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য সংস্থা ফায়োক্রুজ। এ পর্যন্ত মাত্র ১৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া নিয়েও শঙ্কিত সংস্থাটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক টুইট পোস্টে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা লিখেছেন, 'বৈশ্বিক মহামারি করোনায় আমাদের ব্রাজিলের ৫ লাখ লোক প্রাণ হারিয়েছেন'। যাদের পিতা, মা, বন্ধু এবং আত্মীয়স্বজন মারা গেছেন তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেন মন্ত্রী।
বিবিসির এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে করোনার প্রাদুর্ভাব বেশি ছড়ায় দ্রুত সংক্রমণযোগ্য 'গামা' ভ্যারিয়ান্টের মাধ্যমে। এ ভ্যারিয়ান্টটি প্রথমে আমাজন অঞ্চলে শনাক্ত হয়। যার ফলে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশটির হাসপাতালগুলোর ৮০ শতাংশ নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) রোগীতে পূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দক্ষিণ গোলার্ধে শীত শুরু হওয়ায় আগামী সপ্তাহে সংক্রমণ আরও বাড়তে পারে।
ফিয়োক্রুজ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়, 'ব্রাজিলের নাগরিকেরা করোনা সংক্রমণের একটি সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে...শীত শুরু হওয়ার কারণে আগামী সপ্তাহ গুলিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে।'
ব্রাজিলে মার্চ মাস থেকে সাত দিনের দৈনিক গড় মৃত্যু ১,৫০০ এর ওপরে। স্বাস্থ্য নিয়ন্ত্রক আনভিসার সাবেক প্রধান গনজালো ভেকিনা বলেন, ভ্যাকসিন কর্মসূচির ধীর গতির কারণে বেশি লোক মারা গেছেন। তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত ৫ লাখ জন মারা গেছে; দুর্ভাগ্যক্রমে এ বৃদ্ধি অব্যাহত থাকবে। কারণ টিকাদান বাড়ানোর জন্য কিছুটা সময় লাগবে। দেরিতে কেনায় টিকা পৌঁছাতে দেরি হলে এই বছরটিও জটিলতার মধ্য দিয়ে পার হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবেদনে বলা হয়, করোনায় দেশটির এমন বিপর্যস্ত অবস্থার পেছনে অনেকেই দেশটির রাষ্ট্রপতি জেইর বলসোনারোকে দায়ী করছেন। করোনার শুরু থেকেই নাগরিকদের স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে তিনি উদাসীন ছিলেন। ভ্যাকসিন, লকডাউন এবং মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে তাঁর সংশয়বাদ নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক কারণে ভ্যাকসিন কেনা বিলম্বিত করার অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতা–কর্মীরা।
শনিবার হাজার হাজার মানুষ বোলসোনারো সরকারের বিরুদ্ধে এবং টিকা কর্মসূচি ত্বরান্বিত করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করে। অনেক শহর পর্যাপ্ত পরিমাণে ডোজের দাবি তোলে।
তবে রাষ্ট্রপতি বলসোনারো লকডাউন ব্যবস্থার বিরোধিতা করে বলেন, অর্থনীতিতে তাঁদের প্রভাব ভাইরাসের চেয়ে খারাপ হবে। তবে তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি বেশ কয়েকটি দেশ থেকে ভ্যাকসিন কিনতে যথাসাধ্য চেষ্টা করেছেন।
ঢাকা: ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এ হিসেবে করোনায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কার্যক্রম জোরদার, স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা না হলে শীতের শুরুতে এই প্রাদুর্ভাব আরও খারাপ হতে পারে।
এ পরিস্থিতিকে 'সংকটজনক' বলে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য সংস্থা ফায়োক্রুজ। এ পর্যন্ত মাত্র ১৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া নিয়েও শঙ্কিত সংস্থাটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক টুইট পোস্টে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা লিখেছেন, 'বৈশ্বিক মহামারি করোনায় আমাদের ব্রাজিলের ৫ লাখ লোক প্রাণ হারিয়েছেন'। যাদের পিতা, মা, বন্ধু এবং আত্মীয়স্বজন মারা গেছেন তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেন মন্ত্রী।
বিবিসির এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে করোনার প্রাদুর্ভাব বেশি ছড়ায় দ্রুত সংক্রমণযোগ্য 'গামা' ভ্যারিয়ান্টের মাধ্যমে। এ ভ্যারিয়ান্টটি প্রথমে আমাজন অঞ্চলে শনাক্ত হয়। যার ফলে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশটির হাসপাতালগুলোর ৮০ শতাংশ নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) রোগীতে পূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দক্ষিণ গোলার্ধে শীত শুরু হওয়ায় আগামী সপ্তাহে সংক্রমণ আরও বাড়তে পারে।
ফিয়োক্রুজ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়, 'ব্রাজিলের নাগরিকেরা করোনা সংক্রমণের একটি সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে...শীত শুরু হওয়ার কারণে আগামী সপ্তাহ গুলিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে।'
ব্রাজিলে মার্চ মাস থেকে সাত দিনের দৈনিক গড় মৃত্যু ১,৫০০ এর ওপরে। স্বাস্থ্য নিয়ন্ত্রক আনভিসার সাবেক প্রধান গনজালো ভেকিনা বলেন, ভ্যাকসিন কর্মসূচির ধীর গতির কারণে বেশি লোক মারা গেছেন। তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত ৫ লাখ জন মারা গেছে; দুর্ভাগ্যক্রমে এ বৃদ্ধি অব্যাহত থাকবে। কারণ টিকাদান বাড়ানোর জন্য কিছুটা সময় লাগবে। দেরিতে কেনায় টিকা পৌঁছাতে দেরি হলে এই বছরটিও জটিলতার মধ্য দিয়ে পার হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবেদনে বলা হয়, করোনায় দেশটির এমন বিপর্যস্ত অবস্থার পেছনে অনেকেই দেশটির রাষ্ট্রপতি জেইর বলসোনারোকে দায়ী করছেন। করোনার শুরু থেকেই নাগরিকদের স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে তিনি উদাসীন ছিলেন। ভ্যাকসিন, লকডাউন এবং মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে তাঁর সংশয়বাদ নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক কারণে ভ্যাকসিন কেনা বিলম্বিত করার অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতা–কর্মীরা।
শনিবার হাজার হাজার মানুষ বোলসোনারো সরকারের বিরুদ্ধে এবং টিকা কর্মসূচি ত্বরান্বিত করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করে। অনেক শহর পর্যাপ্ত পরিমাণে ডোজের দাবি তোলে।
তবে রাষ্ট্রপতি বলসোনারো লকডাউন ব্যবস্থার বিরোধিতা করে বলেন, অর্থনীতিতে তাঁদের প্রভাব ভাইরাসের চেয়ে খারাপ হবে। তবে তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি বেশ কয়েকটি দেশ থেকে ভ্যাকসিন কিনতে যথাসাধ্য চেষ্টা করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নিবিড় নজর রাখছে। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ সময় তিনি, ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
১ ঘণ্টা আগেইসরায়েলের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনের বেশি।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
১০ ঘণ্টা আগে