Ajker Patrika

হোয়াইট হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি হচ্ছেন কারিন

আপডেট : ০৬ মে ২০২২, ১২: ৪৪
হোয়াইট হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি হচ্ছেন কারিন

হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে গতকাল বৃহস্পতিবার কারিন জ্যঁ পিয়েরের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জ্যঁ পিয়ের হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি। আজ শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ৪৪ বছর বয়সী কারিন জ্যঁ পিয়ের বাইডেন প্রশাসনের প্রধান ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী সপ্তাহ থেকে তিনি বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকির স্থলাভিষিক্ত হবেন। 

হোয়াইট হাউস ত্যাগ করার পর জেন সাকি এমএসএনবিসি কেব্‌ল নিউজে চাকরিতে প্রবেশ করবেন বলে জানা গেছে। এক টুইটার বার্তায় জেন সাকি তাঁর উত্তরসূরি হতে যাওয়া কারিনকে নৈতিক বোধসম্পন্ন গুরুত্বপূর্ণ নারী হিসেবে উল্লেখ করেছেন। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিরা সাধারণত সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট প্রশাসনের দৈনিক সংবাদ তুলে ধরেন। তাঁকে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র হিসেবে বিবেচনা করা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা পৃথিবীর সাংবাদিক ও গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিং করে থাকেন। 

এমন গুরুত্বপূর্ণ একটি পদে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নিয়োগ পেতে যাচ্ছেন, যিনি ঘোষিত সমকামী হিসেবে বেশ পরিচিত। 

কারিন জ্যঁ পিয়ের এমএসএনবিসির একজন বিশ্লেষক। গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। কারিনের জন্ম ফ্রান্সের ক্যারিবিয়ান দ্বীপে। কিন্তু বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিচালক ছিলেন। 

হোয়াইট হাউসের প্রেস কর্মীদের দলে যোগ দেওয়ার আগে কারিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত