Ajker Patrika

গ্রিনারকে মুক্ত করতে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় প্রস্তাব

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২: ৩৯
গ্রিনারকে মুক্ত করতে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় প্রস্তাব

রাশিয়ার কারাগারে থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে মুক্ত করার জন্য বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুবারের অলিম্পিক বিজয়ী গ্রিনার মাদকদ্রব্য রাখা ও মাদক চোরাচালানের অভিযোগে রুশ আদালতে সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ব্রিটনি গ্রিনারকে মুক্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ‘গুরুত্বপূর্ণ প্রস্তাব’ দেওয়া হয়েছে। বিবিসি বলেছে, এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।

কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ভিক্টর বাউট নামের একজন রুশ অস্ত্র পাচারকারীর সঙ্গে বন্দীবিনিময়ের প্রস্তাব দিয়েছে। ভিক্টর বাউট ‘মৃত্যু ব্যবসায়ী’ হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রিনার ও সাবেক মার্কিন নৌ সেনা পল হুইলানের মুক্তির বিনিময়ে ওয়াশিংটন ভিক্টর বাউটকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারে।

মার্কিন, ব্রিটিশ, কানাডীয় ও আইরিশ পাসপোর্টধারী হুইলানকে রাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘দুজনকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তাদের ছেড়ে দেওয়া উচিত। আমরা রাশিয়াকে বন্দিবিনিময়ের প্রস্তাব গ্রহণের অনুরোধ করেছি। সপ্তাহখানেক আগে আমরা যখন প্রস্তাবটি পেশ করেছিলাম, তখনই তাদের গ্রহণ করা উচিত ছিল।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দিবিনিময় প্রস্তাবের মধ্যে রাশিয়া সাজাপ্রাপ্ত খুনি ভাদিম ক্রাশিকভকেও অন্তর্ভুক্ত করতে চায়। ভাদিম বর্তমানে জার্মানির কারাগারে বন্দী আছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ৩১ বছর বয়সী ব্রিটনি গ্রিনারকে রাশিয়ার একটি আদালত ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁকে ১ মিলিয়ন রুবল জরিমানাও করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত