সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি মানহানি মামলার প্রথমটি সংশোধন করে ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন যুক্তরাষ্ট্রের লেখক ই জিন ক্যারল। গতকাল সোমবার ক্যারলের আইনজীবীরা এই ক্ষতিপূরণ দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১৯৯০-এর দশকে ট্রাম্প যৌন নিপীড়ন করেছিলেন অভিযোগ তুলে ২০২২ সালের অক্টোবরে মানহানির মামলা করেছিলেন ক্যারল। সেই মামলায় গত ৯ মে ভারতকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দেন আদালত। পরে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং ক্যারলের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন।
গতকাল সোমবার ক্যারলের আইনজীবীরা রায়টিকে ‘অসম্মানজনক’ বলেন। তাঁরা মার্কিন জেলা বিচারক লুইস কাপলানের কাছে একটি চিঠিও লিখেছেন। চিঠিতে তাঁরা বলেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো অত্যন্ত মানহানিকর।
এর আগে গত ১০ মে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারলের আইনজীবীরা বলেছিলেন, ট্রাম্প ঘটনাটি অস্বীকার করে মানহানি করেছেন। এর জন্য ভারতকে আগের মামলাটি সংশোধন করার অনুমতি দেওয়া উচিত।
ক্যারলের আইনজীবীরা আরও বলেন, রায়ের পরে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিদ্বেষপূর্ণ, ঘৃণাবাচক ও অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের নিন্দনীয় আচরণের শাস্তি হিসেবে তাঁর জরিমানা হওয়া উচিত।
রায়ের পরদিন ট্রাম্প বলেছিলেন, তিনি ওই নারীর সঙ্গে কখনো দেখা করেননি। ক্যারলের অ্যাকাউন্টটি ভুয়া অথবা তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তিনি আমার বিরুদ্ধে গালগল্প ছড়িয়েছেন।
ট্রাম্পের এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্যারল তাঁর প্রথম মামলার সংশোধনী চান। মামলাটি ২০১৯ সালে একটি আপিলের মধ্যে আটকে গেছে। কারণ ওই সময়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আর প্রেসিডেন্ট থাকার কারণে তিনি মামলা থেকেও দায়মুক্ত ছিলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি মানহানি মামলার প্রথমটি সংশোধন করে ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন যুক্তরাষ্ট্রের লেখক ই জিন ক্যারল। গতকাল সোমবার ক্যারলের আইনজীবীরা এই ক্ষতিপূরণ দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১৯৯০-এর দশকে ট্রাম্প যৌন নিপীড়ন করেছিলেন অভিযোগ তুলে ২০২২ সালের অক্টোবরে মানহানির মামলা করেছিলেন ক্যারল। সেই মামলায় গত ৯ মে ভারতকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দেন আদালত। পরে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং ক্যারলের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন।
গতকাল সোমবার ক্যারলের আইনজীবীরা রায়টিকে ‘অসম্মানজনক’ বলেন। তাঁরা মার্কিন জেলা বিচারক লুইস কাপলানের কাছে একটি চিঠিও লিখেছেন। চিঠিতে তাঁরা বলেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো অত্যন্ত মানহানিকর।
এর আগে গত ১০ মে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারলের আইনজীবীরা বলেছিলেন, ট্রাম্প ঘটনাটি অস্বীকার করে মানহানি করেছেন। এর জন্য ভারতকে আগের মামলাটি সংশোধন করার অনুমতি দেওয়া উচিত।
ক্যারলের আইনজীবীরা আরও বলেন, রায়ের পরে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিদ্বেষপূর্ণ, ঘৃণাবাচক ও অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের নিন্দনীয় আচরণের শাস্তি হিসেবে তাঁর জরিমানা হওয়া উচিত।
রায়ের পরদিন ট্রাম্প বলেছিলেন, তিনি ওই নারীর সঙ্গে কখনো দেখা করেননি। ক্যারলের অ্যাকাউন্টটি ভুয়া অথবা তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তিনি আমার বিরুদ্ধে গালগল্প ছড়িয়েছেন।
ট্রাম্পের এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্যারল তাঁর প্রথম মামলার সংশোধনী চান। মামলাটি ২০১৯ সালে একটি আপিলের মধ্যে আটকে গেছে। কারণ ওই সময়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আর প্রেসিডেন্ট থাকার কারণে তিনি মামলা থেকেও দায়মুক্ত ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার জলাবদ্ধতার কারণে, মাঝ রাস্তায় থেমে যায় একটি মনোরেল। বৃষ্টির কারণে ট্রেনটিতে অতিরিক্ত ভিড় ছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, প্রায় ৬০০ যাত্রী নিয়ে থেমে গিয়েছিল সেটি।
২১ মিনিট আগেপুলিশ জানিয়েছে, সূর্যাংশু নামের ওই যুবককে দুই বছর ধরে চিনতেন হামলার শিকার শিক্ষিকা। তাঁর প্রতি সূর্যাংশুর দুর্বলতা ছিল বলেও জানা গেছে। কিন্তু তাতে কখনোই সায় দেননি তিনি। গত বছর নিয়মবহির্ভূত কার্যকলাপের জন্য স্কুল থেকে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়। এরপর চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবারও স্কুলে
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম চোরাচালানের দায়ে এক চীনা নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওই চীনা নাগরিকের নাম শেনঘুয়া ওয়েন (৪২)।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলবানিজ অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে ‘পরিত্যাগ’ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে