Ajker Patrika

বাইডেনের স্কিন ক্যানসার, সরানো হলো ক্ষতিগ্রস্ত টিস্যু

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২: ০৭
বাইডেনের স্কিন ক্যানসার, সরানো হলো ক্ষতিগ্রস্ত টিস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ক্যানসার শনাক্ত হলে ক্যানসারযুক্ত ক্ষতিগ্রস্ত টিস্যুটি অপসারণও করা হয়েছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক বলেছেন, প্রেসিডেন্টের শরীর থেকে ক্যানসার-যুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। আপাতত তাঁর আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে চিকিৎসকেরা নিয়মিত স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তাঁর ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাবেন। 

গত মাসে ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তখন তিনি সুস্থ ছিলেন। 

বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে প্রেসিডেন্ট বাইডেনের বুক থেকে ক্যানসারযুক্ত টিস্যুটি অপসারণ করা হয়েছে। বায়োপসির পর তিনি এখন সুস্থ আছেন। 

বায়োপসিতে তাঁর ‘বেসাল সেল কার্সিনোমা’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসক কেভিন বলেছেন, এ ধরনের ক্যানসার সাধারণত ছড়িয়ে পড়ে না বা মেটাস্টেসিস হয় না। 

যুক্তরাষ্ট্রের স্কিন ক্যানসার ফাউন্ডেশন জানিয়েছে, দেশে প্রতি বছর ৩৬ লাখ মানুষের স্কিন ক্যানসার শনাক্ত হয়। এ ধরনের ক্যানসার ধীরগতিতে বাড়ে এবং নিরাময়যোগ্য। 

এ বছরের জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও তিনটি টিস্যু অপসারণ করা হয়েছে। এর মধ্যে দুটিতে বেসাল সেল কার্সিনোমা শনাক্ত হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের শরীর থেকে বেশ কয়েকটি ক্যানসার টিস্যু অপসারণ করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত