Ajker Patrika

নিউ অরলিন্সে হামলাকারী শামসুদ-দিন জব্বার সম্পর্কে যা জানা গেল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯: ০১
নিউ অরলিন্সে হামলার সন্দেহভাজন শামসুদ-দিন জব্বার, এফবিআই গতকাল এ ছবি প্রকাশ করেছে। ছবি: এএফপি
নিউ অরলিন্সে হামলার সন্দেহভাজন শামসুদ-দিন জব্বার, এফবিআই গতকাল এ ছবি প্রকাশ করেছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা নিউ অরলিন্সে সন্দেহভাজন হামলাকারী ব্যক্তির পরিচয় ও ছবি প্রকাশ করেছে এফবিআই। হামলাকারী টেক্সাসের বাসিন্দা ৪২ বছর বয়সী শামসুদ-দিন জব্বার। তবে তদন্তকারীরা ধারণা করছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিলেন না। তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন।

সন্দেহভাজন হামলাকারী ব্যক্তি শামসুদ-দিন জব্বার ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত এক বছর মার্কিন সামরিক বাহিনীর অধীনে আফগানিস্তানে কাজ করেন।

জব্বার ২০১৭ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমসে ডিগ্রি অর্জন করেন।

এফবিআই জানিয়েছে, হামলার সময় ব্যবহৃত গাড়িতে আইএসআইএলের (আইএসআইএস) একটি পতাকা পাওয়া গেছে। তবে তারা আরও খতিয়ে দেখছে, জব্বারের সঙ্গে সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র আছে কি না।

তবে হামলার কয়েক ঘণ্টা আগে সন্দেহভাজন হামলাকারী জব্বার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি আইএস দ্বারা অনুপ্রাণিত এবং হত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

নিউ অরলিন্স সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হেলেনা মোরেনো বলেছেন, ‘সন্দেহভাজন হামলাকারী সামরিক পোশাক পরিহিত অবস্থায় ছিল। হামলার পর সে গাড়ি থেকে নেমে গুলি করা শুরু করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।’ নিউ অরলিন্স পুলিশ জানিয়েছে, তিনি ‘ইচ্ছাকৃতভাবে’ এই হামলা চালিয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালে জব্বার ভয়াবহ আর্থিক সংকটে পড়েন। তখন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে ছিলেন। তাঁর বাড়ির ভাড়া বকেয়া ছিল ২৭ হাজার ডলার, ক্রেডিট কার্ডে ঋণ ছিল ১৬ হাজার ডলার।

সে সময় একটি ই-মেইলে তিনি তাঁর স্ত্রীর আইনজীবীকে লিখেছিলেন, ‘ঋণ পরিশোধের কোনো উপায় না থাকায় আমাদের বাড়ি বিক্রি করতে হবে নয়তো বন্ধক রাখতে হবে।’

সামরিক বাহিনীর চাকরি থেকে অবসরের পরে জব্বার ডেলয়েট নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে তাঁর মাসিক আয় ছিল প্রায় ১০ হাজার ডলার। ডেলয়েট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জব্বার তাঁদের প্রতিষ্ঠানে ২০২১ সাল থেকে ‘স্টাফ-লেভেলে’ কাজ করতেন।

এদিকে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, শামসুদ-দিন জব্বার দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেপ্তার হন তিনি। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানা করা হয়েছিল তাঁকে।

মার্কিন থিংক ট্যাংক সোফান সেন্টারের বিশেষজ্ঞ কলিন ক্লার্ক বলেছেন, ‘এই হামলায় বেশ কিছু ইঙ্গিত রয়েছে। হামলাকারীর বয়স এবং সামরিক পটভূমি বিবেচনায় তাঁর গুণাবলি যে মৌলবাদী বা জঙ্গির মতো, তা বলা যায় না। সামরিক বাহিনীতে কাজ করার বিষয়টি একটি আলাদা সতর্কবার্তা বহন করে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে তথ্যের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু এতে সমস্যা দেখা গেছে। শুরুতে বলা হয়েছিল, এই হামলায় আরও লোক জড়িত থাকতে পারে, পরে সেই দাবি প্রত্যাহার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত