Ajker Patrika

মেক্সিকোতে দাবদাহে নিহত শতাধিক

ডয়চে ভেলে
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০: ১৮
মেক্সিকোতে দাবদাহে নিহত শতাধিক

মেক্সিকোতে প্রচণ্ড দাবদাহে জুন মাসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে ৷ মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসের শেষ দুই সপ্তাহে ১ হাজারের বেশি দাবদাহসংক্রান্ত জরুরি পরিস্থিতি রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী উত্তর-পূর্ব মেক্সিকোর দুটি রাজ্যে দাবদাহ মারাত্মক আকার ধারণ করেছে। দাবদাহের এমন পরিস্থিতি লাতিন আমেরিকার দেশটিকে আরো ভোগাবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১২ থেকে ২৫ জুনের মধ্যে মেক্সিকোতে এক হাজারের বেশি দাবদাহসংক্রান্ত জরুরি অবস্থার খবর রেকর্ড করা হয়েছে ৷ এ সময় নিহত হয়েছে ১০৪ জন। মেক্সিকোর অনেক এলাকায় তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৫০ ডিগ্রিতে।

গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৮ থেকে ২৪ জুনে মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছেছে। তারা আরো বলেছে, গত বছরের এই সময়ে দেশটিতে দাবদাহের কারণে মাত্র একজনের মৃত্যু হয়েছিল।

নিহতদের বেশির ভাগই হিট স্ট্রোকের কারণে মারা গেছে। কেউ মারা গেছে পানিশূন্যতায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত