সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত তিনটি জিনিস আড়াই লাখ ডলার ভিত্তিমূল্য ধরে নিলামে তোলা হয়েছিল। তবে মাত্র পাঁচজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিলাম শেষ হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ছিল একটি হ্যাট, যেটি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের সময় পরেছিলেন। এর সঙ্গে ছিল মেলানিয়ার ওই হ্যাট পরা একটি চিত্রকর্ম এবং ওই চিত্রকর্মের একটি এনএফটি টোকেন।
এই নিলামে অংশ নেওয়ার জন্য একজন ক্রেতার কাছে কমপক্ষে ১ হাজার ৮০০ সোলানা টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়। সোলানা টোকেন একটি ক্রিপ্টোকারেন্সি। এর মাধ্যমে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে বলে জানান মেলানিয়া ট্রাম্প।
তবে মেলানিয়া গত মাসে এই নিলামের বিষয়ে ঘোষণা দেওয়ার পরই ক্রিপ্টো বাজারে মন্দা দেখা দেয়। এর ফলে সোলানা টোকেনের দামও কমে যায়। আর এ কারণে কোনো ক্রেতার ডাকই আড়াই লাখ ডলারের ভিত্তিমূল্যে পৌঁছায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুতে এক সোলানা ১৭০ ডলারে বিক্রি হতো। তবে গত বুধবার এক সোলানার দাম ছিল ৯৫ ডলার।
নিলামে ওঠা মেলানিয়া ট্রাম্পের হ্যাটটির ডিজাইন করেছিল মার্কিন বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক হার্ভে পিয়ের। বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় এটি পরেছিলেন মেলানিয়া।
মেলানিয়ার চিত্রকর্মটি এঁকেছিলেন ফরাসি শিল্পী মার্ক-আতোঁইন কুলন।
মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, নিলামের কিছু টাকা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন।
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত তিনটি জিনিস আড়াই লাখ ডলার ভিত্তিমূল্য ধরে নিলামে তোলা হয়েছিল। তবে মাত্র পাঁচজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিলাম শেষ হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ছিল একটি হ্যাট, যেটি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের সময় পরেছিলেন। এর সঙ্গে ছিল মেলানিয়ার ওই হ্যাট পরা একটি চিত্রকর্ম এবং ওই চিত্রকর্মের একটি এনএফটি টোকেন।
এই নিলামে অংশ নেওয়ার জন্য একজন ক্রেতার কাছে কমপক্ষে ১ হাজার ৮০০ সোলানা টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়। সোলানা টোকেন একটি ক্রিপ্টোকারেন্সি। এর মাধ্যমে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে বলে জানান মেলানিয়া ট্রাম্প।
তবে মেলানিয়া গত মাসে এই নিলামের বিষয়ে ঘোষণা দেওয়ার পরই ক্রিপ্টো বাজারে মন্দা দেখা দেয়। এর ফলে সোলানা টোকেনের দামও কমে যায়। আর এ কারণে কোনো ক্রেতার ডাকই আড়াই লাখ ডলারের ভিত্তিমূল্যে পৌঁছায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুতে এক সোলানা ১৭০ ডলারে বিক্রি হতো। তবে গত বুধবার এক সোলানার দাম ছিল ৯৫ ডলার।
নিলামে ওঠা মেলানিয়া ট্রাম্পের হ্যাটটির ডিজাইন করেছিল মার্কিন বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক হার্ভে পিয়ের। বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় এটি পরেছিলেন মেলানিয়া।
মেলানিয়ার চিত্রকর্মটি এঁকেছিলেন ফরাসি শিল্পী মার্ক-আতোঁইন কুলন।
মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, নিলামের কিছু টাকা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৩ ঘণ্টা আগে