ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সম্প্রতি তিনি তাঁর প্রেমিকা পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন।
বুধবার টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনে পলা নামে একজন বিশেষ মানুষ আছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি এবং দারুণ সব অভিজ্ঞতা উপভোগ করছি।’
২০২২ সাল থেকে বিল গেটস এবং পলা হার্ডকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ২০২৩ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর থেকে তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৪ সালের অলিম্পিকেও তারা উপস্থিত ছিলেন।
পলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন মার্ক। ২০১৯ সালে মার্ক হার্ডের মৃত্যু হয়। মার্ক এবং পলার সংসারে দুই মেয়ে রয়েছে।
শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন পলা। গত দুই দশক ধরেই তিনি বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য তহবিল সংগ্রহের কাজ করে আসছেন।
বিল গেটস সম্প্রতি ‘সোর্স কোড’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। এই বইটিতে তিনি পলা হার্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এই বইতে বিল গেটস তাঁর শৈশব, কর্মজীবনের শুরু এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এই বছর আমি ৭০ বছরে পা দেব। মাইক্রোসফট ৫০ বছরে পা দেবে। তাই আমি মনে করলাম, আমার জীবনের গল্প ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি অসাধারণ অভিভাবকদের পেয়েছি, যারা আমাকে স্বাধীনভাবে নতুন কিছু শেখার ও অন্বেষণ করার সুযোগ দিয়েছেন। আমার জীবন ভাগ্যবান ছিল বলেই মাইক্রোসফট এত দূর আসতে পেরেছে।’
এদিকে পলা হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিল গেটসের মন্তব্য তাঁদের ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা একসঙ্গে কী কী নতুন অধ্যায় শুরু করেন!
ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সম্প্রতি তিনি তাঁর প্রেমিকা পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন।
বুধবার টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনে পলা নামে একজন বিশেষ মানুষ আছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি এবং দারুণ সব অভিজ্ঞতা উপভোগ করছি।’
২০২২ সাল থেকে বিল গেটস এবং পলা হার্ডকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ২০২৩ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর থেকে তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৪ সালের অলিম্পিকেও তারা উপস্থিত ছিলেন।
পলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন মার্ক। ২০১৯ সালে মার্ক হার্ডের মৃত্যু হয়। মার্ক এবং পলার সংসারে দুই মেয়ে রয়েছে।
শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন পলা। গত দুই দশক ধরেই তিনি বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য তহবিল সংগ্রহের কাজ করে আসছেন।
বিল গেটস সম্প্রতি ‘সোর্স কোড’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। এই বইটিতে তিনি পলা হার্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এই বইতে বিল গেটস তাঁর শৈশব, কর্মজীবনের শুরু এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এই বছর আমি ৭০ বছরে পা দেব। মাইক্রোসফট ৫০ বছরে পা দেবে। তাই আমি মনে করলাম, আমার জীবনের গল্প ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি অসাধারণ অভিভাবকদের পেয়েছি, যারা আমাকে স্বাধীনভাবে নতুন কিছু শেখার ও অন্বেষণ করার সুযোগ দিয়েছেন। আমার জীবন ভাগ্যবান ছিল বলেই মাইক্রোসফট এত দূর আসতে পেরেছে।’
এদিকে পলা হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিল গেটসের মন্তব্য তাঁদের ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা একসঙ্গে কী কী নতুন অধ্যায় শুরু করেন!
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে