Ajker Patrika

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়াল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৯
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকারের তথ্যে এমনটি জানানো হয়েছে।

গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়ায়। সেই হিসাবে মাত্র দেড় মাসে দেশটিতে করোনায় ১ লাখ মানুষের মৃত্যু হলো।

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার ৪০০ জন করোনায় মারা যাচ্ছে।  

যুক্তরাষ্ট্রের রোগ গবেষণা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রশেলে ওয়ালেনস্কি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশে এখনো করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির হার অনেক বেশি।  কিছু অঞ্চলের হাসপাতালসমূহ আর নতুন রোগী ভর্তি করার মতো অবস্থায় নেই।’

করোনায় মৃত্যু সাধারণত রোগীদের ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরে ঘটে থাকে। এ কারণে সংক্রমণের ঊর্ধ্বগতির তথ্য দ্রুত পাওয়া গেলেও এই রোগে মৃতের হার বাড়ছে কি না, তা জানতে কিছু সময় লাগে।

বিশ্বের সবচেয়ে কার্যকর করোনা টিকাগুলো ব্যাপকভাবে সহজলভ্য হওয়া সত্ত্বেও দেশটির মোট জনসংখ্যার মাত্র ৬৪ শতাংশ টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর তৃতীয় ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত