ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটি থেকে রপ্তানি সীমিত করার ঘোষণা দেওয়ার পর সিএনএন-এর আরলেট সেনজের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি কোনো ধরনের গোয়েন্দা তথ্যের বিষয়ে কথা বলতে যাচ্ছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’
বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে—রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।
সংবাদ সম্মেলনে বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
বাইডেন বলেন, ‘জি-৭ রাশিয়ার দুর্নীতিগ্রস্ত ধনকুবেরদেরও ওপর চাপ বাড়াচ্ছে। আমরা রুশ অভিজাত শ্রেণি ও তাঁদের পরিবারগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করছি। নিষেধাজ্ঞা কার্যকরে আমরা জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াচ্ছি।’
এ ছাড়া, ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়াকে তাঁদের ‘মোস্ট ফেভারড নেশনে’র তালিকা থেকে বাদ দেবে।
বাইডেনের ধারণা, এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তাঁর কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে।
ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটি থেকে রপ্তানি সীমিত করার ঘোষণা দেওয়ার পর সিএনএন-এর আরলেট সেনজের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি কোনো ধরনের গোয়েন্দা তথ্যের বিষয়ে কথা বলতে যাচ্ছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’
বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে—রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।
সংবাদ সম্মেলনে বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
বাইডেন বলেন, ‘জি-৭ রাশিয়ার দুর্নীতিগ্রস্ত ধনকুবেরদেরও ওপর চাপ বাড়াচ্ছে। আমরা রুশ অভিজাত শ্রেণি ও তাঁদের পরিবারগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করছি। নিষেধাজ্ঞা কার্যকরে আমরা জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াচ্ছি।’
এ ছাড়া, ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়াকে তাঁদের ‘মোস্ট ফেভারড নেশনে’র তালিকা থেকে বাদ দেবে।
বাইডেনের ধারণা, এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তাঁর কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৪৩ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে